শেষ আপডেট: 21st April 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: ডিজাইনার শ্যামসুন্দর বসু শাড়ি ও পোশাক নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করে চলেছেন। নববর্ষ, অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya), জামাইষষ্ঠী,রথযাত্রা এবং নানান পুজোপার্বণ উপলক্ষে যেসব শাড়ি ,পাঞ্জাবি ধুতি তৈরি করেন তাতে বাংলা ও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতির (Bangaliana) ছোঁয়া থাকে। শুধু শাড়ি বা ধুতি পাঞ্জাবির মেটিরিয়ালে নয়,মোটিফ ও ডিজাইনেও থাকে উৎসবের আঙ্গিক।
অক্ষয় তৃতীয়া কালেকশনে প্রাধান্য পেয়েছে পিওর কটন ফ্যাব্রিক, গামছা, নেট, হাকোবা, চিকনকারি এবং জরি বুটি হ্যান্ডলুম।শ্যামসুন্দর জানালেন, 'যেহেতু অক্ষয় তৃতীয়ার সময় খুব গরম থাকে তাই হালকা ,আরামদায়ক শাড়ি ব্লাউজ তৈরি করি।ছেলেদের ধুতি পাঞ্জাবির ক্ষেত্রেও তাই। উৎসবের সাজ ,তাই ব্রাইট কালার ব্যবহার করেছি।হাইলাইট করেছি জরি হ্যান্ডলুম,গামছা ও কন্ট্রাস্ট ফ্যাব্রিক দিয়ে।'
টলিউডের অনেক তারকাই শ্যামসুন্দরের রাইকিশোরী কৃষ্ণকলির (Raikishori Krishnakali) কালেকশন পরতে ভালবাসেন। অভিনেতা সাহেব ভট্টাচার্যর পছন্দ গামছা জ্যাকেট দেওয়া প্লেন পাঞ্জাবি বা নেটের পাঞ্জাবির সঙ্গে কাঠের বোতাম দেওয়া গামছার ওয়েস্ট কোট। অভিনেতা ঋষভ বসুর পছন্দ ফ্রন্টওপেন হাকোবা পাঞ্জাবি, সঙ্গে ব্লকপ্রিন্টেড ধুতি। আবার অভিনেত্রী রুম্পা পছন্দ করেন লাল সাদা কম্বিনেশনে তৈরি নেট এমব্রয়ডারি করা শাড়ি। ব্লাউজেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন ডিজাইনার।
পাফ স্লিভ্স,বেলুন স্লিভস,ফ্রিলের কারিকুরি ব্লাউজকে গর্জাস লুক দিয়েছে। সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ার সম্ভার নজরকাড়া। যে কোনও অনুষ্ঠানে পরার জন্য হাত বাড়াতে পারেন অনায়াসে।
যোগাযোগের নম্বর: 7001977163
ফেমিনা ফ্লন্ট বিউটি স্যালনের উদ্বোধনে বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়া