শেষ আপডেট: 18th September 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: গত মাসের ২৬ তারিখ ২৪ তম ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে তুলে ধরা হল কলকাতার ডিজাইনার ইরানি মিত্রর (Kolkata designer Irani Mitra) কাজ। এমনকী ওনাকে দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত হওয়া এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের (Asian International Fashion week) জন্যেও আমন্ত্রণ করা হয়।
অনুষ্ঠানে ডিজাইনার সহ আরও অনেক মডেল এবং ফ্যাশন জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ডিজাইনার ইরানি মিত্র তাঁর কিছু নতুন ডিজাইন লঞ্চ করলেন। যার মধ্যে ১৩ টি ডিজাইন মহিলাদের জন্য এবং ২ টি পুরুষদের জন্য। সদ্য লঞ্চ হওয়া এই ডিজাইনের নাম দিয়েছেন ফ্লাওয়ার সিরিজ।
কলকাতা থেকে ডিজাইনার ইরানি মিত্র ছাড়াও তাঁর ৩ জন মডেল, ১ জন শো-স্টপার এবং একজন মেকআপ আর্টিস্টও যান এই ফ্যাশন উইকে। মডেল হিসেবে উপস্থিত ছিলেন রিনা মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সাহেল, গোবিন্দ। শো- স্টপার হিসেবে উপস্থিত ছিলেন ইরানি মিত্রর ব্র্যান্ড মডেল অনামিকা চৌধুরী। এছাড়াও সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট পুনম জেসওয়াল।
দিল্লিবাসীদের কাছে বেশ প্রশংসিত হয় ইরানি মিত্রের পোশাক। সবথেকে বেশি পছন্দ হয় শো-স্টপারের পোশাকটি। অনুষ্ঠান শেষ হওয়ার পর ডিজাইনার নিজে জানান তিনি খুব খুশি এত বড় একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। তিনি আশাবাদী যে দেশ বিদেশের মানুষ তাঁর কাজকে এভাবেই গ্রহণ করবে।
বাংলাদেশের ঢাকা ফ্যাশন-ডে তে কলকাতার ফ্যাশন ডিজাইনার প্রমিতের চোখ ধাঁধানো কালেকশনে মডেলরা