শেষ আপডেট: 14th September 2023 09:39
পূজো (Pujo 2023) আসতেই ফ্যাশন ডিজাইনারদের ব্যস্ততা এখন তুঙ্গে। এ বছরে মেয়েদের পোশাকে কী ধরনের ট্রেন্ড হতে চলেছে জানালেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার অদিতি ভট্টাচার্য (Designer Aditi Bhattacharya told about womans Pujo trend)।
এবারে পুজোর ফ্যাশনে মেয়েদের পোশাকে কী ধরনের ট্রেন্ড হবে?
দুর্গা পুজোতে ট্র্যাডিশনাল পোশাক পরতেই মহিলারা পছন্দ করেন। কারণ পুজোকে কেন্দ্র করেই এই উৎসবের আয়োজন। তাই ট্র্যাডিশনাল পোশাকে দেখতে সবাইকে বেশি ভাল লাগে। অল্পবয়সিরা শাড়ির পাশাপাশি রকমারি ট্র্যাডিশনাল পোশাকে উৎসবের কয়েকটি দিন নিজেকে সাজাতে পছন্দ করেন।
পোশাকের মধ্যে যাতে একটা ফেস্টিভ টাচ্ থাকে আমরা যাঁরা ফ্যাশন ডিজাইনার তাঁরা সেই চেষ্টাই করি। নিজের ক্ষেত্রে বলব আমি যেহেতু শাড়ি তৈরি করি না তাই মহিলাদের জন্য রকমারি পোশাক দুটো সেগমেন্টে তৈরি করেছি। কারণ পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার জন্য যেমন কমফোর্টেবল পোশাকের প্রয়োজন পড়ে আবার এই সময় অনেকে রাতে পার্টিতেও যান। ফলে সেই চিন্তা ভাবনা থেকেই আমার পোশাক তৈরি করা।
আপনার কালেকশনের স্পেশালিটি কী?
ফ্যাব্রিক থেকে শুরু করে এমবেলিশমেন্ট, প্যাটার্ন মূলত আমার কাজের বিশেষত্ব। আমি পিওর ফ্যাব্রিক নিয়ে কাজ করি। আমাদের ভারতবর্ষে যে রকমারি প্রিন্ট রয়েছে কলমকারি, আজরক, ইক্কত, জয়পুরি, কটকি ইত্যাদি ছাড়াও ডিজিটাল প্রিন্টের পোশাক রয়েছে। এ বছরে পুজোর ফ্যাশনে ডিজিটাল প্রিন্ট ভীষণ ইন্। এছাড়াও কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ, জরদৌসি ইত্যাদি খুবই ঐতিহ্যপূর্ণ এবং সাবেকি হ্যান্ড এমব্রয়ডারি যা আমার পোশাকে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যান্ড এমব্রয়ডারি আমার পোশাকে প্লেসমেন্ট ওয়ার্কে করা।
আপনার পোশাকের কালার প্যালেট কী কী?
প্যাস্টেল শেড এবারে ইন্। তাই লাইট গ্রিন, মভ, ক্রিম, বেজ গোল্ডেন ইত্যাদি প্যাস্টেল শেড যেমন আমার পোশাকে জায়গা পেয়েছে। তেমনি আবার পার্টিওয়্যারে ব্রাইটার কালারও ব্যবহার করেছি।
কী ধরনের ফ্যাব্রিক নিয়ে এ বছরে পুজোর কালেকশন আপনি তৈরি করেছেন?
পিওর কাঞ্জিভরম, মোদাল সিল্ক, বাংলাদেশী ঢাকাই জামদানি, পিওর কটন জয়পুরি, কটকি ইত্যাদি ফ্যাব্রিক নিয়ে কাজ করেছি যা ভারতবর্ষের আবহাওয়ার জন্য আরামদায়ক।
আপনার অ্যাটেয়ারে কী কী ধরনের কালেকশনে রয়েছে?
স্ট্রেট কাটসের কামিজের সঙ্গে স্ট্রেট প্যান্ট, সালোয়ার, চুড়িদারের থ্রি পিস রয়েছে। সেই সঙ্গে দোপাট্টায় হ্যান্ড এমব্রয়ডারির জরিওয়ার্কের বুটা ওয়ার্ক করা। এছাড়াও লং ড্রেস, শর্ট ড্রেস, জ্যাকেট ইত্যাদির কালেকশন রয়েছে। পুজোতে যেহেতু একদিন বাঙালিরা রেড হোয়াইট কম্বিনেশনের শাড়ি পরতে পছন্দ করেন সেই কথা ভেবে লং ড্রেস তৈরি করেছি। যা শাড়ির বদলে অনায়াসে পরা যেতে পারে। এছাড়া পার্টিওয়্যারের জন্য গাউন তৈরি করেছি। যাতে পোশাকে একটা ফেস্টিভ মুড থাকে সেজন্য প্লেসমেন্ট ওয়ার্কে হ্যান্ড এমব্রয়ডারির কাজ রয়েছে। ট্র্যাডিশনাল জামদানির থ্রি পিস চুড়িদার সেটও আছে।
আপনার পোশাকে ইউএসপি কী?
কমফোর্টেবল এবং ইজি টু ওয়্যার অর্থাৎ যা পরে মানুষ স্বচ্ছন্দবোধ করতে পারেন। খুব লাইট ওয়েট আমার কালেকশন যা দিনে অথবা রাতে যে কোনও অনুষ্ঠানে পরা যায়।
মডেল: অনুক্তা ঘোষাল
ক্যামেরা: বিজয় সুরেখা
লোকেশন: ব্রিদিং আর্থ রিসোর্ট
ফ্যাশন ডিজাইনার: অদিতি ভট্টাচার্য
বাংলাদেশের ঢাকা ফ্যাশন-ডে তে কলকাতার ফ্যাশন ডিজাইনার প্রমিতের চোখ ধাঁধানো কালেকশনে মডেলরা