প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
শেষ আপডেট: 16th August 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: 'বাড়িতে শান্তিতে থাকুন, না হলে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব।'-- আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উদ্দেশে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে গত সোমবার ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। তার পর তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বহাল করা হয়। তবে সেখানে প্রতিবাদ-বিক্ষোভের মুখে ঢুকতেই পারেননি তিনি। এর পরেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলা উঠলে, প্রধান বিচারপতি তাঁকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দেন।
এর পরে আজ, শুক্রবার পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিনই দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদনও জানান সন্দীপবাবু। সেই শুনানি চলাকালীন অধ্যক্ষের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, 'সবটাই আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। আপনি চিন্তা করবেন না। আপনি খুবই ক্ষমতাশালী। আপনি আমাদের নির্দেশকে চ্যালেঞ্জ করছেন। বাড়িতে শান্তিতে থাকুন। না হলে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব।'
আরজি করের ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিকেলেই টালা থানায় গিয়ে আরজি কর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর একটি বিশেষ দল। তাঁদের সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও। তাঁরাই আরজি কর মামলার তদন্ত করছে। যে সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে তা নিয়ে বুধবার ও বৃহস্পতিবার তাঁরা আরজি করে গিয়েছিলেন। ঘুরে দেখেন ঘটনাস্থলও। বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এব্যাপারে সন্দীপবাবুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।