শেষ আপডেট: 27th June 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: 'জরুরি অবস্থার কালা দিনগুলি'র প্রসঙ্গ উত্থাপন করায় বৃহস্পতিবার কংগ্রেস এমপি রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের কয়েকজন প্রবীণ লোকসভা সদস্য স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁদের প্রতিবাদ জানান। শাসকদল বিরোধী জোট বলেছে, স্পিকার ওম বিড়লার আচরণ সংসদের মর্যাদার অনুরূপ নয়। সংসদীয় ঐতিহ্যকে এভাবে হাস্যকর করে তোলার বিরুদ্ধেও তাঁরা ক্ষোভপ্রকাশ করেন।
বৈঠকে লোকসভার স্পিকার ওম বিড়লাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ভাষাতেই তাঁদের প্রতিবাদের কথা জানান। প্রসঙ্গত, বুধবার স্পিকার ওম বিড়লা জরুরি অবস্থা নিয়ে একটি প্রস্তাব পাঠ করেন। যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তের নিন্দা করে নীরবতা পালন করা হয়। এই কাজের কোনও প্রয়োজন ছিল না বলে বিরোধী বেঞ্চ ব্যাপক প্রতিবাদ দেখায়।
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এক বিবৃতিতে লিখেছেন, পদে থেকে এরকম রাজনৈতিক ভাষ্য দেওয়া নজিরবিহীন। বেণুগোপাল আরও বলেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী দলনেতা রাহুলজির সঙ্গে কথা হয়েছে। এই সময়েই রাহুল গান্ধী স্পিকারকে জানিয়ে দিয়েছেন এই প্রসঙ্গ না টেনে আনাও যেত।
উল্লেখ্য, এদিন রাষ্ট্রপতির ভাষণেও দ্রৌপদী মুর্মু জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী যে আইন প্রয়োগ করেছিলেন তা সংবিধানের উপর বৃহত্তম হামলা বলে উল্লেখ করেন মুর্মু। দেশের ইতিহাসে জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে উল্লেখ করেন সংসদের যৌথ অধিবেশনে।
তিনি বলেন, জরুরি অবস্থার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল। গণতন্ত্রের উপর যেভাবে আঘাত হানা হয়েছিল তা প্রত্যেকের উচিত নিন্দা করা। কিন্তু, অবশেষে দেশ অসাংবিধানিক ক্ষমতার বিরুদ্ধে জয় পেয়েছিল।