শেষ আপডেট: 13th July 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী যদি সংবিধানকে ভালোবাসেন, তাহলে তাঁরা যেন 'মনুস্মৃতি' পুড়িয়ে ফেলেন। ভারতের সংবিধান রূপকার বাবাসাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর শনিবার এমনই দাবি তুলে অস্বস্তিতে ফেলে দিলেন বিজেপি ও কংগ্রেস দুই শিবিরকেই। এদিন সকালে এক এক্সবার্তায় প্রকাশ বলেন, বিজেপি এবং কংগ্রেস যদি সত্যিই সংবিধানকে ভালোবাসে, তাহলে আমার দাবি, নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী মনুস্মৃতি বই পুড়িয়ে ফেলুন।
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে থেকে সংবিধান রক্ষা ও আম্বেদকরের স্বপ্নের সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ করা নিয়ে বিজেপি-কংগ্রেসে দড়ি টানাটানি চলছে। বিজেপিসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন কংগ্রেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে বারবার বিঁধেছেন গান্ধী পরিবারের উত্তরসূরি রাহুলকে। অন্যদিকে, রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজেপির আমলে সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী বছর থেকে ২৪ জুন ভারত সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে। ১৯৭৫ সালের ওই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিলেন।
Both the BJP and Congress have stabbed the Constitution and exploited the marginalised and deprived cates and communities from time to time.
— Prakash Ambedkar (@Prksh_Ambedkar) July 13, 2024
They corrupted the ideals of Babasaheb and values enshrined in the Constitution.
If both BJP and Congress truly love the Constitution, I…
পালটা আগামী বছর থেকে ৪ জুন দেশে ‘মোদী মুক্তি দিবস’ পালন করবে কংগ্রেস। এ বছর ওই দিনে লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়। চারশো পার দূরে থাক তিনশোর গণ্ডিই পেরতে পারেনি পদ্ম শিবির। ২৪০ আসন পেয়ে খুশি থাকতে হয়েছে নরেন্দ্র মোদীর দলকে। কংগ্রেস বিজেপির এই ফলকেই দেশের জন্য মোদী মুক্তি বলে মনে করছে।
বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির কথায়, কেন্দ্র একটা পুরনো ইস্যু নিয়ে রাজনীতির জলঘোলা করতে চাইছে। ২৪ জুন যদি সংবিধান হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে মোদীর শাসনকে কী বলা হবে? প্রবীণ নেতার কথায়, মোদীর জমানাকে তো সংবিধান হত্যার দশক বলে চিহ্নিত করতে হয়। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কথায়, নরেন্দ্র মোদী সরকার সংবিধান বদলে দেওয়ার চেষ্টায় ছিল। লোকসভা ভোটে মানুষ তাদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে।
এইভাবে গতকাল, শুক্রবার পর্যন্ত বিজেপি-কংগ্রেসে সংবিধান নিয়ে চু কিতকিত খেলা চলছে। এই বিতর্কে দুপক্ষকেই অস্বস্তিতে ফেলে দিলেন সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের নাতি। বঞ্চিত বহুজন আঘাড়ি-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকাশ প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার উদ্দেশে এদিন বলেন, মনুস্মৃতি পুড়িয়ে ফেলুন, যদি আপনাদের ভিতরে সংবিধানের প্রতি বিন্দুমাত্র প্রেম থাকে তো!
এক্সবার্তায় আইনজীবী-রাজনীতিক ও সমাজকর্মী প্রকাশ লিখেছেন, বিজেপি এবং কংগ্রেস দুই দলই সংবিধানকে হত্যা করেছে। প্রান্তিক, বঞ্চিত, পিছিয়ে পড়া জাতিকে ও সম্প্রদায়কে শুষে নিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে এই দুই দলই সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়েছে। বাবাসাহেবের যে আদর্শ ও মূল্যবোধ সংবিধানকে উজ্জ্বল করেছিল, তাকে দূষিত করেছে বিজেপি এবং কংগ্রেস, বলেন প্রকাশ আম্বেদকর।