শেষ আপডেট: 1st April 2024 07:37
দ্য ওয়াল ব্যুরো: শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপদে বিমান। কলকাতা বিমানবন্দরে একটুর জন্য বাঁচল প্রাণ।
একদিকে খারাপ আবহাওয়া। আর তাতেই আকাশে চক্কর কাটতে গিয়ে শেষের মুখে জ্বালানি। দুইয়ের মাঝে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হল কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমান। অল্পের জন্য কাটল বিপদ।
ঢাকাগামী আন্তর্জাতিক এয়ার এশিয়ার একে ৭৭ বিমানটি ১৩৮ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। বাংলাদেশে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি ঢাকা বিমানবন্দরে নামতে পারেনি। ফলে আকাশেই পাক খেতে থাকে। এদিকে সময়ের সঙ্গে শেষ হতে থাকে জ্বালানি। এরপরই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। জ্বালানি ভরার অনুমতি পেয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, বিমান রানওয়ে ছুঁলেও নন-শিডিউল বিমান হওয়ার কারণে ১৩৮ জন যাত্রী ও ৭ কেবিন ক্রুকে বিমানের মধ্যেই বসে থাকতে হয়। কলকাতার মাটিতে নামার অনুমতি ছিল না কারোর। বিমানটিকে ১০৬ নম্বর বে পার্কিংয়ে নামানো হয়। পরে জ্বালানি ভরিয়ে আবহাওয়া অনুকূল হওয়ার পর ওই বিমান ফের ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় ।
অন্যদিকে, খারাপ আবহাওয়ায় রবিবার গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি বিমান। সেগুলিকে কলকাতা বিমানবন্দরে নামানো হয়েছে।
আবার, প্রবল ঝড়-বৃষ্টির দাপটে গুয়াহাটি বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। আচমকাই বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ায় প্রচণ্ড আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ছাদ ভেঙে পড়ার বিপত্তির জেরে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছয়টি বিমানকেও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।