শেষ আপডেট: 25th June 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: অষ্টাদশ লোকসভার বিশেষ অধিবেশন পুরোদমে চালু হওয়ার আগেই বিরোধী ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবিধানকে অসম্মান ও অমান্য করার অভিযোগে চেপে ধরার অস্ত্রে শান দিচ্ছে। সেই সময় মঙ্গলবার কংগ্রেস নেত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা মোদী। ২৫ জুন হল দেশে একমাত্র জরুরি অবস্থা জারির ৪৯ বছর। ১৯৭৫ সালের সেই দিনগুলির কথা তুলে ধরে মোদী এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ হেনে এক্সবার্তায় লিখেছেন, সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর কোনও অধিকার নেই বিরোধী দলের।
উল্লেখ্য, গতকাল, সোমবার লোকসভার অধিবেশন শুরুর আগে বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলি কংগ্রেসের নেতৃত্বে হাতে সংবিধান নিয়ে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায়। তারপর নবনির্বাচিত বিরোধী এমপিরা হাতে একটি করে সংবিধান নিয়ে লোকসভায় মিছিল করে প্রবেশ করেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁকে সংবিধান তুলে মৌন প্রতিবাদ দেখান।
তারপর এদিন সংবিধান রক্ষা ও নাগরিক অধিকার খর্ব করা নিয়ে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা তুলে তেড়েফুঁড়ে লোকসভার বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। বলেন, ওদের সংবিধান প্রীতির ভান না দেখানোই ভালো। ওদের তা মানায় না।
Today is a day to pay homage to all those great men and women who resisted the Emergency.
— Narendra Modi (@narendramodi) June 25, 2024
The #DarkDaysOfEmergency remind us of how the Congress Party subverted basic freedoms and trampled over the Constitution of India which every Indian respects greatly.
মোদী 'জরুরি অবস্থার কালাদিন'কে স্মরণ করে লিখেছেন, সেদিন যে পুরুষ ও মহিলারা জরুরি অবস্থার বিরোধিতা করে জেলে গিয়েছিলেন, আজ তাঁদের প্রতি শ্রদ্ধা দেখানোর দিন। জরুরি অবস্থার কালাদিনগুলি আমাদের মনে করিয়ে দেয়, কংগ্রেস দল কীভাবে ন্যূনতম নাগরিক অধিকার-স্বাধীনতাকে দলে পিষে দিয়েছিল। সেদিন তারা সংবিধানের প্রদত্ত সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। ক্ষমতার ব্যবহার করে কংগ্রেস সরকার যাবতীয় গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গোটা দেশকে একটা জেলখানায় পরিণত করেছিল, লিখেছেন মোদী।
মোদীর তির সোজাসুজি কংগ্রেসকে বিঁধে তিনি লিখেছেন, যারা জরুরি অবস্থা করেছিল, তাদের মুখে সংবিধান রক্ষার কথা বেমানান। এরা সেই দল যারা ৩৫৬ ধারা প্রয়োগ করেছিল। সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিতে বিল পাশ করেছিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুঁড়িয়ে দিয়েছিল।