শেষ আপডেট: 28th May 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো: শেষ ওভারে ফুলটস দিলে ওভার বাউন্ডারির ঝুঁকি থাকবেই। মঙ্গলবার কতকটা তাই হল। সকাল সকাল ব্যাটের গোড়ায় বল ফেলেছিল বিজেপি। সোশাল মাধ্যমে ছড়িয়েছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেমালের ক্ষয়ক্ষতি দেখতে ৮ হাজার টাকার টি-শার্ট পরে গেছেন।
এমন বল পেলে কেই বা ছেড়ে দেয়! শুধু এই একটা বিষয়কে ধরে তৃণমূল এদিন ঝোড়ো ইনিংস খেলেছে। আর সন্ধেয় 'বাপি বাড়ি যা' গোছের শট মারতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেহালা চৌরাস্তায় মমতার সভা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “উনি যে ব্যাঙের ছাতা খান, সেটা তাইওয়ান থেকে আসে। একটা পিসের দাম ৮০ হাজার টাকা! ওনার এক এক বেলা লাঞ্চে খরচ হয় ৪ লাখ টাকা।”
মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মাশরুম বোঝাতে চেয়েছেন। মাঝে একবার খুব রটেছিল যে মোদী তাইওয়ান থেকে আমদানি করা মাশরুম খান। গুজরাতের নেতা অল্পেশ ঠাকুর দাবি করেছিলেন, মাসে ১ কোটি ২০ লক্ষ টাকার মাশরুম লাগে মোদীর জন্য। তাই তাঁর ত্বকের এত ঔজ্জল্য।
মমতা এদিন বলেন, “আপনি খান, শরীর সুস্থ রাখুন, স্কিন ভাল রাখুন। এটা নিয়ে আমি কিছু বলব না। কারণ, আপনার সেই অধিকার রয়েছে। কিন্তু আপনি আমাদের গায়ে হাত দিলে তো বলবই। কেউ ভেজ খেতে পারে, কেউ নন ভেজ খেতে পারে। মাছে ভাতে বাঙালি। আপনি তাঁদের খাবারও নিয়ন্ত্রণ করতে চাইলে আমি তো চুপ করে থাকব না।" মোদীকে কটাক্ষ করে মমতা এও বলেন, “হ্যালো মিস্টার চার্লি, আপনার মতো বাকিরাও কি শুধু খাবেন বার্লি!”
মঙ্গলবার সন্ধেয় অভিষেক দুর্যোগ কবলিত এলাকায় গিয়েছিলেন অটোয় চেপে। তাঁর পরনে ছিল একটি ব্ল্যাক টি-শার্ট। মঙ্গলবার সকাল থেকে ওই টি-শার্টের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি লেখে ‘সাইক্লোনের ত্রাণকাজ দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৮ হাজার টাকার টি শার্ট পরে গেছিলেন। গরিব অসহায়দের সঙ্গে মস্করার জন্য লজ্জা হওয়া উচিত
তারপর থেকেই হই হই ফেলে দেয় তৃণমূল। নরেন্দ্র মোদীর পরা পিন স্ট্রিপ কোট, তাঁর দেড় লাখের মেব্যাক স্নানগ্লাস, সুইস মোভিডো ঘড়ির দামদস্তুর ছড়িয়ে দেয় সোশাল মিডিয়ায়। তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, “যে লোকটা বিলাসিতায় ডুবে থাকে, তার দলের মুখে এসব কথা মানায় কি!”
When hounds of a PM soaked in luxuries like ₹8500 crore plane, ₹1.6 lakh Maybach sunglasses, ₹1.3 lakh Swiss Movado watch & terribly expensive Mushrooms attack @abhishekaitc who's dress is just the simplest
— Jawhar Sircar (@jawharsircar) May 28, 2024
— @BJP4Bengal knows it'll be thrown out again
@AITCofficial pic.twitter.com/Eo7mzAaThK
মমতা এদিন আরও বলেন, “পরের ধনে পোদ্দারি করে দেশের অর্থনীতি বিক্রি করে দিয়েছো, আর বলছে, লুঠের ধন ফেরত দেব। লজ্জা করে না, সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছেন।”
শ্লেষের সুরে মমতা এও বলেন, “অনেক প্রধানমন্ত্রী দেখেছি। অটলজিকেও দেখেছি। এরকম প্রধানমন্ত্রী দেখেনি। এত মিথ্যে কথা বলে! রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নতুন করে বাঁধ ভেঙে দাও গানটা লিখত!”