শেষ আপডেট: 28th May 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: বারাসতের ফাঁড়া যেন কিছুতেই কাটছে না। এর আগে অর্জুন পুত্র পবন সিংয়ের কাছ থেকে রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে সোশ্যাল মাধ্যমে ট্রোল হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার উল্টো ছবি ধরার কোনও ঘটনা ঘটেনি। তবে মোদীর বাংলা উচ্চারণ নিয়ে এদিন সভাস্থলেই গুঞ্জন শুরু হয়ে যায়। অনেককে বলতে শোনা যায়, কী দরকার, জোর করে বাংলা বলার। ওনার মুখে হিন্দিটাই তো বেশ মানায়!
এদিন উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভার অশোকনগরের নির্বাচনীর সভার শুরুতেই বাংলায় দু-চার কথা বলেন মোদী। 'কেমন আছেন' এর পরিবর্তে মোদীকে বলতে শোনা যায় 'আপনারা সকলে কেমেন আছেন'। এরপরই মোদী বলেন, "আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ভালবাস!"
ভালবাসা বলতে গিয়ে মোদী ‘ভালবাস’ বলেছেন বলেই মনে করা হচ্ছে। যা নিয়ে সভাস্থলে উপস্থিত অনেক নেতাকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে দেখা যায়। মোদীর বাংলা উচ্চারণ নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের এমন অস্বস্তির কারণ, ভোটের মুখে তৃণমূল ফের প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষ করতে পারে!
একুশের ভোটের সময়ে ‘চুপ চাপ পদ্মে ছাপ’ স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে বাংলায় তাঁর ‘পদ্ম’ উচ্চারণ নিয়েও কটাক্ষ করেছিল তৃণমূল।
সম্প্রতি মোদীর ভাঙা বাংলা উচ্চারণ সোশ্যাল সাইটে ট্রোলও হয়েছে। যা নিয়ে মোদীকে কটাক্ষ করে জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূলের হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল, "এরপরে বাংলায় এসে বাংলা বললে প্লিজ, বংলা বংলা করবেন না!"
মোদী টেলিপ্রম্পটার দেখে বাংলায় দু'চার লাইন ভাষণ দেন বলে সম্প্রতি বারে বারে অভিযোগ করেছেন মমতাও। তৃণমূল নেত্রীর কথায়, "চার লাইন বাংলা বলতাসে, কী সুন্দর বাংলা কয়! তা নয় ওটা লেখা থাকে। মঞ্চে যেখানে দাঁড়িয়ে ভাষণ দেয় সেখানে হালকা রঙেয়ের একটি মাইক থাকে। তার মধ্যে লেখা থাকে পুরো। আপনার দেখতে পাবেন না। এই সিস্টেম আমেরিকায় চালু আছে। এটাকে টেলিপ্রম্পটার বলে। ওটা দেখে মোদী বাংলা বলে!’
অশোকনগরের পর মোদীর সভা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে। সেখানে নিজের বক্তব্যের মাঝে মোদীকে জনতার উদ্দেশে বলতে শোনা যায়, "আমার বাংলা উচ্চারণে একটু সমস্যা হয়। এজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী।"