শেষ আপডেট: 28th May 2024 21:40
দ্য ওয়াল ব্যুরো: বেহালা বলে কথা। বেহালা না থাকলে তৃণমূলের জন্মই হত না। আপনারা তৃণমূলকে জন্ম দিয়েছেন। বেহালা তৃণমূলের জন্মদাত্রী মা। আপনাদের আর্শীবাদ সঙ্গে রয়েছে বলেই আজও লড়ে যাচ্ছি।
বক্তা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালা চৌরাস্তার নির্বাচনী সভা থেকে একথা বলেন তৃণমূল নেত্রী।
এদিন এর আগে দুটি রোড শো করেন মমতা। মমতার কথায়, "কাপড় জামা ভিজে চুপচুপ করছিল। শাড়ি বদলাতে ১৫ মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম। তবে আমার একটা খারাপ অভ্যাস আছে। বাড়ি ঢুকে গেলে আর বেরোতে চাই না। কিন্তু জায়গাটার নাম বেহালা। না এসে থাকি কী করে!"
দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৯, টানা পাঁচবার দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন মমতা। সেই সময় একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীও হন তৃণমূল নেত্রী। ২০১১-র উপ নির্বাচন এবং ২০১৪ সালের ভোটে এখানকার সাংসদ ছিলেন সুব্রত বক্সি। বর্তমান সাংসদ মালা রায়কে এবারেও প্রার্থী করেছে তৃণমূল। গতবারে এখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৫৫ হাজার ১০২।
ওই প্রসঙ্গ টেনে মমতা বলেন, "এখানকার মানুষের ভালবাসা তৃণমূল কোনওদিন ভুলবে না।" মনে করিয়েছেন, বাম 'সন্ত্রাসে'র প্রসঙ্গও। মমতার কথায়, "মনে আছে, দিনটা ছিল ১ অগাস্ট। রঘু নন্দন তেওয়ারিকে সিপিএম গুলি করে মারেনি? ৮ অগস্ট বিমলা দেকে গুলি করে মারল। ১৬ অগস্ট আমাকে মারতে চেয়েছিল।"
কোন সালের ঘটনা তা অবশ্য স্পষ্ট করেননি মমতা। বলেন, "একদিন সিপিএম আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। এখানকার মানুষের ভালবাসা না থাকলে আমার বেঁচে থাকাই হত না।" কীভাবে একটা ঘরের মধ্যে ঢুকে শাড়ি পাল্টে অন্য রাস্তা দিয়ে সেদিন প্রাণে বেঁচেছিলেন, তার বিবরণও তুলে ধরেন মমতা।
তৃণমূল নেত্রীর কথায়, "শাড়িটা বদলে ছিলাম বলেই ওরা আমাকে আর সেদিন খুঁজে পাইনি।"