শেষ আপডেট: 29th May 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মধ্যেই ফের বাংলায় অভিযান চালাবে কেন্দ্রীয় এজেন্সি! প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা এই অভিযান চালাবে বলে মঙ্গলবার ডায়মন্ড হারবারের রোড শো শেষে পথসভা থেকে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই সিবিআই সওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে।
ভোটের মুখে এজেন্সির তৎপরতা নিয়ে বুধবার মেটিয়াবুরুজের সভা থেকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী বলেন, "আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে!"
এই প্রসঙ্গেই মোদীকে আক্রমণ করতে গিয়ে এবার নিজের লেখা শায়েরি ফিরহাদ হাকিমকে দিয়ে পড়ালেন তৃণমূল নেত্রী। ‘‘আপ কবর সে ডরতে হো, অউর কফন মেরা ইন্তেজার করতা হ্যায়।’’ অর্থাৎ মোদী মৃত্যুকে ভয় পান, কিন্তু মমতা নন।
এই প্রসঙ্গেই মোদীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়, "দেশ ক্যা নেতা ক্যায়সা হো? যিনি মানবিক, যিনি সব ধর্মের কথা বলেন। কিন্তু মোদী পিছলে গিয়ে নেতা হয়ে গেছেন! টাকার জোরে নেতা হয়ে গেছেন! আর এখন অহঙ্কারে মরছে। এই রকম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি দেখিনি।"
মমতা আরও বলেন, "মোদী সরকারকে বদল করা ভীষণ জরুরি। শুনুন, আমাদেরও অনেক ধমকান অনেক সময়ে। কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না। আমরা লড়তে পারি। আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো করো না? কত কারাগার আছে, দেখো অ্যারেস্ট করে।’’
বিজেপির শত অত্যাচারের সামনেও তৃণমূল মাথা ঝোঁকাবে না বোঝাতে মমতা বলেন, "একটাই দল তৃণমূল, যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বিজেপির বিরুদ্ধে লড়ছে, লড়বে। ঝুঁকেগা নহি। খেলা হবে।’’