শেষ আপডেট: 28th May 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাজ্য সফরে এসে বাংলার অনুন্নয়ন নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সন্ধেয় বেহালা চৌরাস্তার সভা থেকে কড়া ভাষায় যার জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীকে নিশানা করে মমতা বলেন, "হিংসুটোগুলো চোখে দেখতে পায় না, তাই কুৎসা করে বেড়ায়। আজকেও বলে গেছে।"
১ জুন ভোট বাক্সে যার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, "আমাদের প্রধানমন্ত্রী বলছেন, দিল্লি থেকে বসে নাকি বাংলার সাইক্লোনের পরিস্থিতির নজর রেখেছিলেন। এত মিথ্যে কথা শোভা পায়? উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছেন!"
মোদীর উদ্দেশে মমতা বলেন, "মিথ্যে কথা বলা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। আপনি কীভাবে মনিটারিং করেছিলেন? শুধু মিথ্যে কথা।"
জবাবও দিয়েছেন নিজেই। মোদীকে আক্রমণ করে মমতা বলেন, "কতটুকু চেনেন আপনি? প্রধানমন্ত্রী হওয়ার আগে তো দেশটাকেই চিনতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে চারবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম।"
মনে করিয়েছেন, "পরশুর সাইক্লোন কি আপনারা টের পেয়েছিলেন? ৪৬ লক্ষ মানুষকে তুলে বাঁচিয়েছি আমরা, সাতজন মারা গেছে। সময় মতো ব্যবস্থা না নিলে কয়েক লক্ষ লোক মারা যেত।"
মনে করিয়েছেন, "বেহালা আগে কী ছিল। আর আজ কী হয়েছে। যাদের জানা নেই তাদের বলছি, চোখটা খুলে দেখুন। বাংলায় যত মেট্রো সব আমার আমলে করা, মোদী শুধু বার বার উদ্বোধন করছেন। এবার আর উদ্বোধন করার সময় পাবে না। কারণ, বিজেপি তো আর ক্ষমতায় আসছে না।"
কটাক্ষের সুরে মমতা আরও বলেন, "ইলেকশন আসতে মাকালীকে প্রণাম! বাংলায় এসে বলেছে, মমতাদিদি নাকি দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে। ইউনেস্কো মুখে ঝামা ঘষে দিয়েছে।"
ক্ষমতায় এলে দুর্নীতির টাকা ফেরানোর কথা বলেছেন মোদী। ওই প্রসঙ্গে মমতা বলেন, "উনি সাধু! ভোট এলেই বলেন, কালা ধন এনে দেবে। আরে যমরাজেরও একটা স্ট্যাটাস আছে।"
তৃণমূল নেত্রীর অভিযোগ, বাংলায় এলে প্রতিবার একজন করে আইপিএসকে দায়িত্ব থেকে সরান। আজও সরিয়েছেন। এরপরই হুঁশিয়ারির সুরে মমতা বলেন, " যেদিন চেয়ারটা থাকবে না, সেদিন আপনাকে কেউ কেয়ারও করবে না। সেই দিন আর বেশি নেই।"