শেষ আপডেট: 11th June 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে রবিবার, টানা তিনদিন শিয়ালদহ লাইনে ভোগান্তির শিকার হয়েছেন ট্রেন যাত্রীরা। এমনকী ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে প্রাণ গিয়েছে এক যুবকেরও। সম্প্রসারণের পর শিয়ালদহে প্ল্যাটফর্ম খুলে দেওয়া হলেও সোমবারের পর মঙ্গলবারও ট্রেন চলাচলের বাধা কাটল না।
শিয়ালদহ মেইন সেকশনে আজও ট্রেন চলাচল স্বাভাবিক নয়। সকাল থেকে শিয়ালদহ স্টেশনে ঢোকার মুখে পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অফিস টাইমে যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। রবিবার বিকালের পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছিল রেল। কিন্তু সোমবারের পর মঙ্গলবারও দুর্ভোগ থেকে নিস্তার নেই।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রবিবার বেলা ১২টা থেকে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু দু'দিন কেটে গেলও দুর্ভোগের চিত্রটা একই রকম। এদিন সকাল থেকে শিয়ালদহ মেইন প্রচুর ট্রেন দেরিতে চলছে। সময় মতো ট্রেন না আসায় প্রতিটি স্টেশনেই ভিড়ও বেড়েছে দ্বিগুণ। বিধাননগর থেকে শিয়ালদহ পৌঁছাতে চার পাঁচবার করে ট্রেন দাঁড় করানো হচ্ছে। একদিকে তীব্র দহন যন্ত্রণা, অন্যদিকে ট্রেন লেট। ভিড়ের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করছেন। ক্ষুব্ধ যাত্রীরা প্রশ্ন তুলছেন, তিনদিন ধরে রেল কী করল?
বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে বহু ট্রেন বাতিল হয়। আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণীতে বদলানো হয়। এরপর রবিবার দুপুরে রেল জানায়, নির্ধারিত সময়ের আগেই শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। এমনকী রবিবার বেলা ১২টার পর থেকেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে , এমনটাই দাবি করে কর্তৃপক্ষ।
এদিকে বাস্তবে সোমবার দেখা গিয়েছে, শিয়ালদহ লাইনে ট্রেন চলাচলের ছবিটা খুব একটা বদলায়নি। মঙ্গলবারও যাত্রীদের একইরকম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই প্রসঙ্গে রেল জানিয়েছে, শিয়ালদহে পরিষেবা পুরো স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সদ্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হওয়ার ফলে স্টেশনে ট্রেন ঢোকা-বেরোনোয় সময় লাগছে ।