শেষ আপডেট: 28th June 2024 00:27
দ্য ওয়াল ব্যুরো: রেল যাত্রীদের দুর্ভোগ আবারও বাড়ল! এবার টানা ৬ দিন ৪ ঘণ্টা করে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট দিনগুলিতে একাধিক ট্রেন চলাচল বাতিল করা হচ্ছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উন্নত রেল পরিষেবার স্বার্থে খাগড়াঘাট রোড এবং আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। সে কারণে ২৯ জুন শনিবার থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ৬দিন ৪ ঘণ্টা করে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
২৯ জুনের পাশাপাশি জুলাইয়ের, ৩, ৬, ১০, ১৩ ও ১৭ তারিখ দুপুর ৩টে থেকে সন্ধে সওয়া ৭টা পর্যন্ত ওই রুটে রেলের পাওয়ার ব্লকের কাজ চলবে। ওই সময় বন্ধ থাকবে ট্রেন চলাচল।
সংশ্লিষ্ট দিনগুলিতে আজিমগঞ্জ থেকে ০৩০৯০ এবং ০৩০৩৭৬ নম্বরের ট্রেনগুলি বাতিল থাকবে। একইভাবে কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার ০৩০৮৯ এবং ০৩০৭৫ নম্বরের ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ ওই দিনগুলিতে চারটি করে ইএমইউ বাতিল থাকবে।
এদিকে দুপুর ৩টে সন্ধে সওয়া সাতটা- ট্রেন বাতিলের ঘোষণা সামনে আসায় নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাঁরা বলছেন, ওই সময়ে অনেকে কাজ থেকে ফেরেন। ফলে একদিকে যেমন বাড়ি পৌঁছতে দেরি হবে তেমনই সন্ধে সওয়া সাতটার পরের ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা থাকবে না।
এর আগে ট্র্যাক সংস্কার, প্লাটফর্ম সম্প্রসারণ সহ একাধিক কারণে শিয়ালদহ উত্তর এবং মেইন শাখায় তিনদফায় একাধিক দিন বহু ট্রেন বাতিল এবং বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছিল পূর্ব রেল।