শেষ আপডেট: 5th August 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে মোহনবাগান পাঁচ গোলে হারিয়েছিল টালিগঞ্জ অগ্রগামীকে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন সুহেল ভাট। সোমবার কলকাতা লিগের ম্যাচে ইস্টার্ন রেলকে ওই ৫-০ গোলেই হারাল সবুজ মেরুন দল। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সালাউদ্দিন।
মোহনবাগান কলকাতা লিগে অনেক দেরিতে জেগে উঠেছে। তারা দুরন্ত ছন্দে বিরাজ করছে। ইস্টার্ন রেলকে বেলাইন করে দিয়ে মোহনবাগানের জয়ের ধারা বজায় রয়েছে। বিরতিতে সবুজ মেরুন দল এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাগানের পাপড়িগুলো ফুল হয়েছে ক্রমশ। আক্রমণ হয়েছে বন্যার জলের মতো।
বাগানকে প্রথম এগিয়ে দেন ফারদিন। দলের হয়ে দ্বিতীয় গোল সালাউদ্দিনের। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেছেন রাজ বাসফোর। মোহনবাগানের হয়ে চতুর্থ গোল সালাউদ্দিনের। শেষ গোলটিও সালাউদ্দিনের।
মোহনবাগানের এই দলটিতে এমন কিছু প্রতিভাবান তারকা রয়েছেন, যাঁরা সিনিয়র দলে খেলার যোগ্য। খেলা শেষে সালাউদ্দিন বলেছেন, আমি এই হ্যাটট্রিক উৎসর্গ করছি কেরলের ওয়ানাড়ে ভূমিধসে মৃতদের। তিনি আরও জানান, আমার পরিবার অবশ্য ভাল রয়েছে। আমার সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে। এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।