শেষ আপডেট: 25th October 2023 22:07
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো রাজ্যপালের ‘দুর্গারত্ন’ পুরস্কার ফিরিয়ে দেওয়ার পর টালা প্রত্যয়ের উপরেই নজর ছিল। দ্য ওয়াল আগেই লিখেছিল, লুমিনাস ক্লাবের পর টালা প্রত্যয় কী করে সেটাই দেখার। হলও তাই। এবার জানা গেল রাজভবনের পুরস্কার সবিনয়ে প্রত্যাখ্যান করেছে টালা প্রত্যয়ও।
উত্তর কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে একটি টালা প্রত্যয়। এবারও তাদের থিম পুজো ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। প্যান্ডেল ও আলোকসজ্জা ছিল সত্যিই প্রশংসনীয়। রাজভবন যে সেরা চার পুজোকে বেছেছিল তার মধ্যে একটি ছিল টালা প্রত্যয়। নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিংয়ের পুজো এবং কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো। চারটি পুজো কমিটিকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে রাজভবন। কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব আগেই জানিয়ে দেয়, রাজভবনের দুর্গারত্ন পুরস্কার তারা নিচ্ছে।
লুমিনাস ক্লাব দুর্গারত্ন প্রত্যাখ্যান করার পরে দ্য ওয়ালের তরফে লেখা হয়েছিল, লুমিনাসের পরে টালা প্রত্যয়ের উপরেই নজর রয়েছে। একাদশীর রাতে জানা গেল, টালা প্রত্যয়ও রাজভবনের পুরস্কার প্রত্যাখ্যান করেছে।
রাজ্য সরকারের সঙ্গে পাল্লা দিয়ে রাজভবনও সেরা দুর্গা পুজোর পুরস্কার শুরু করেছে। অনেকেই মনে করছেন, এর পিছনে রাজনীতির ছোঁয়া রয়েছে। রাজভবনের দুর্গারত্ন পুরস্কার সবিনয়ে প্রত্যাখ্যান করেছে কল্য়াণীর লুমিনাস ক্লাব। এই পুজোর সঙ্গে এক সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ ছিল বলে অনেকে দাবি করেন। কল্যাণী পুরসভার কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায় ওরফে টিঙ্কু কল্যাণী লুমিনাসের অন্যতম পুজো উদ্যোক্তা।
আবার টালা প্রত্যয়ের মণ্ডপ এবার মহালয়ার আগেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে এবার টালা প্রত্যয় ছিল প্রথম সারিতেই। কাজেই লুমিনাসের পরে টালা প্রত্যয়ও যেভাবে পুরস্কার প্রত্যাখ্যান করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাকি দুই পুজোর উপরও নজর থাকছে। তারা কী করে সেটাও দেখার।