শেষ আপডেট: 26th October 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ক’দিন মনোরম পরিবেশের জেরে মহালয়া থেকেই কলকাতার মণ্ডপে দেখা গিয়েছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহর কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে তৃতীয়া, চতুর্থী থেকে ভিড় বাড়ছিল জেলার মণ্ডপগুলিতেও। সপ্তমী থেকে তা কার্যত কলকাতার ভিড়কেও টেক্কা দিয়েছে। এমনটাই জানাচ্ছে রেলের পরিসংখ্যান।
রেলের হাওড়া ডিভিশন সূত্রের খবর, সপ্তমী থেকে নবমী, দুর্গা পুজোর তিনদিনে জেলায় রেকর্ড পরিমাণ দর্শনার্থীর ভিড় হয়েছিল। রেলের বিক্রি হওয়া টিকিটের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। সেই সূত্রে এই ক’দিন রেলের লক্ষ্মীলাভের পরিমাণও বেশ ঈর্ষণীয়।
রেলের হাওড়া ডিভিশন সূত্রের খবর, সপ্তমীর দিন হাওড়া স্টেশন থেকে টিকিট কেটেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯৭৯ জন যাত্রী। এর মধ্যে হাওড়া থেকে শ্রীরামপুরে রেলপথে ঠাকুর দেখতে গিয়েছেন প্রায় ৫০ হাজার যাত্রী! শ্রীরামপুর ছাড়াও রেলপথে দর্শনার্থীদের ভিড় ছিল বেলুড়, কৃষ্ণনগর, বারুইপুর, নৈহাটি, দক্ষিণেশ্বরও।
একইভাবে অষ্টমীর দিন হাওড়া থেকে জেলার শহরগুলিতে যাওয়ার জন্য টিকিট বিক্রি হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪৩০টি। অষ্টমীতে হাওড়া থেকে শ্রীরামপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ৩২ হাজারের বেশি দর্শনার্থী। অষ্টমীর দিন রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল বেলুড়ে। একইভাবে নবমীতে ট্রেন পথে শ্রীরামপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ২৩ হাজারের বেশি যাত্রী।
হাওড়ার পাশাপাশি পুজোর কদিন শিয়ালদহ ডিভিশন থেকেও জেলা শহরের দিকে প্রচুর সংখ্যক টিকিট বিক্রি হয়েছে বলে রেল সূত্রে খবর। তবে হাওড়ার মতো শিয়ালদহ ডিভিশনের পরিসংখ্যান জানা যায়নি। রেলের এক কর্তা বলেন, পুজোর কদিন যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল।