শেষ আপডেট: 6th November 2023 20:41
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুর্গাপুজো যেন উন্মাদনার ওপর নাম। উত্তর থেকে দক্ষিণ, থিমপুজোর সঙ্গে সাবেকিয়ানার মিশেলে সে এক অনন্য অভিজ্ঞতা। শহরের লোকজন তো বটেই, গ্রাম-মফস্বল শহরতলি থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান কলকাতার পুজো দেখতে। পুজোর ভিড়ে চাঙ্গা হয়ে যায় অর্থনীতিও। এখন তো মানুষজন কার্যত প্রতিপদ থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। আর শহরতলি থেকে কলকাতায় এসে পৌঁছানোর অন্যতম রাস্তা হল হাওড়া কিংবা শিয়ালদহ দিয়ে রেলপথে তিলোত্তমায় প্রবেশ।
মূলত এই ভিড়ের কারণেই এবার রেকর্ড লক্ষ্মীলাভ হয়েছে রেলের। আর পুজোর ৯ দিনে আয়ের নিরিখে হাওড়া ডিভিশনকে পিছনে ফেলে দিয়েছে শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রে খবর, চলতি বছর চতুর্থী থেকে দশমী পর্যন্ত হাওড়া ডিভিশনে রেলের আয় হয়েছে ১০ কোটি ৩০ লক্ষ টাকা, যা কার্যত রেকর্ড। মোট ৫৭ লক্ষ যাত্রী এই লাইন দিয়ে যাতায়াত করেছেন পুজোয়। গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ৩.৬৫ শতাংশ।
শিয়ালদহ ডিভিশন পুজোর পরেই আয়ের হিসেবে দিয়েছিল। এই বছর পুজোর সমযা শিয়ালদহ ডিভিশন থেকে রেলের আয় হয়েছে ১০ কোটি ৯৯ লক্ষ ৬৩ হাজার টাকা। এই অঙ্কও রেকর্ড। গত বছরের তুলনায় এবছর যাত্রী সংখ্যা, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে আয় দুটোই বেশ বেড়েছে। স্বভাবতই এই মুনাফা বৃদ্ধিতে খুশি রেল।
আয়ের নিরিখে পিছিয়ে নেই মেট্রো রেলও। মনোরম আবহাওয়ার দৌলতে অন্যবারের তুলনায় এবারের পুজোয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিত্যদিন জনপ্লাবন ভেঙেছে নিজেরই রেকর্ড। উত্তর থেকে দক্ষিণ, পুজোর কদিন মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল মেট্রো। টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা মেট্রোর আয় হয়েছে ৬ কোটি ১২ লক্ষ টাকা!
কলকাতা মেট্রো সূত্রের খবর, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত অর্থাৎ পুজোর প্রথম তিন দিনে মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৪১.৬৫ লক্ষ। এর মধ্যে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে যাত্রী ছিল ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫ জন। আর পূর্ব-পশ্চিম মেট্রোয় ২ লক্ষ ১৬ হাজার ৫৮১ জন।
পুজোর কদিন সবচেয়ে বেশি সংখ্যক টিকিট বিক্রি হয়েছে দমদম মেট্রো স্টেশন , ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭টি। বিক্রির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কালীঘাট মেট্রো। মোট টিকিট বিক্রির সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৮৩০টি। তৃতীয়স্থানে শোভাবাজার সুতানুটি স্টেশন। মোট টিকিট বিক্রির সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৩৪৯টি।