শেষ আপডেট: 26th October 2023 20:14
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিনে ৬ কোটি ১২ লক্ষ টাকা! বাঙালির শ্রেষ্ঠোৎসবে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি করে এই বিপুল পরিমাণ আয় হয়েছে কলকাতা মেট্রোর। মেট্রোর তরফে দেওয়া পরিসংখ্যানেই সামনে এসেছে এই তথ্য।
মনোরম আবহাওয়ার দৌলতে অন্যবারের তুলনায় এবারের পুজোয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিত্যদিন জনপ্লাবন ভেঙেছে নিজেরই রেকর্ড। উত্তর থেকে দক্ষিণ, পুজোর কদিন মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল মেট্রো। দিনভর দর্শনার্থীদের পরিষেবা দেওয়ার দৌলতে পুজোর কদিন মেট্রোর রোজগারও যে নেহাত মন্দ হয়নি, তা পরিসংখ্যান থেকেই স্পষ্ট।
কলকাতা মেট্রো সূত্রের খবর, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত অর্থাৎ পুজোর প্রথম তিন দিনে মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৪১.৬৫ লক্ষ। এর মধ্যে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে যাত্রী ছিল ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫ জন। আর পূর্ব-পশ্চিম মেট্রোয় ২ লক্ষ ১৬ হাজার ৫৮১ জন।
পুজোর কদিনে সবচেয়ে বেশি সংখ্যক টিকিট বিক্রি হয়েছে দমদম মেট্রো স্টেশন , ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন। বিক্রির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কালীঘাট মেট্রো। মোট টিকিট বিক্রির সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৮৩০টি। তৃতীয়স্থানে শোভাবাজার সুতানুটি স্টেশন। মোট টিকিট বিক্রির সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৩৪৯টি। সব মিলিয়ে পুজোর পাঁচদিনে টোকেন এবং স্মার্ট কার্ড থেকে মেট্রোর রোজগারের পরিমাণ ৬.১২ কোটি টাকা!
বস্তুত, যাত্রীদের কথা চিন্তা করে পুজোর কদিনের মতো আগামীকাল অর্থাৎ শুক্রবার রেড রোডে পুজো কার্নিভ্যাল উপলক্ষেও বাড়তি সময় পর্যন্ত অতিরিক্ত পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। সাধারণ সময়ে যেখানে ২৩৪টি রেক চালানো হয়, সেখানে কার্নিভ্যাল উপলক্ষে ২৫২ টি রেক চালানো হবে। ফলে একদিকে যেমন দর্শনার্থীদের সুবিধা হবে তেমনই কার্নিভ্যাল উপলক্ষে মেট্রোরও বাড়তি রোজগার হবে।