শেষ আপডেট: 11th July 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের শতবর্ষের ডার্বি হতে চলেছে শনিবার যুবভারতীতে। তারমধ্যেই বৃহস্পতিবার ডুরান্ড কাপের ক্রীড়াসূচিও হয়ে গিয়েছে। একই গ্রুপে রয়েছে চির প্রতিপক্ষ দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
আগামী ২৭ জুলাই শুরু ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের এই প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে এমনিতেই আকর্ষণ রয়েছে। এবার ডুরান্ড কাপ ১৩৩ বছরে পা দিতে চলেছে।
গ্রুপ ‘এ’-তে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপে বাকি দলগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ। ডুরান্ডে ডার্বি ম্যাচের দিন আগেই ঠিক ছিল, বিন্যাস হওয়ার পরে দেখা গিয়েছে ১৮ অগস্ট ডার্বি হবে। ফাইনাল ম্যাচ কলকাতায় হবে ৩১ অগস্ট।
মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। খেলা হবে কলকাতাসহ শিলং এবং জামশেদপুরে। বি গ্রুপে রয়েছে মহামেডান স্পোর্টিং। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বেঙ্গালুরু এফসি এবং ইন্টার কাশী। কলকাতার তিনপ্রধান দল খেলবে কলকাতাতেই।
ডুরান্ড কাপে এবার বাংলাদেশের দল ছাড়াও নেপালের দলও খেলবে। কলকাতার তিন প্রধান দল নিজেদের সেরা দলকেই মাঠে নামাবে। গতবার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। তারা ডার্বিতে হারায় লাল হলুদ দলকে।
ডুরান্ডের গ্রুপ-বিন্যাস
গ্রুপ এ: মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভারতীয় বিমানবাহিনী, ডাউনটাউন হিরোজ়।
গ্রুপ বি: বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী, ভারতীয় নৌবাহিনী, মহমেডান।
গ্রুপ সি: কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ।
গ্রুপ ডি: জামশেদপুর, চেন্নাইয়িন এফসি, ভারতীয় সেনা, বাংলাদেশ সেনাবাহিনী একাদশ।
গ্রুপ ই: ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড, বোড়োল্যান্ড এবং বিএসএফ।
গ্রুপ এফ: এফসি গোয়া, শিলঙ লাজং, হায়দরাবাদ এফসি, ত্রিভুবন আর্মি।