শেষ আপডেট: 8th January 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন প্রফেসর তিতে। ব্যর্থতার দায়ভার নিয়ে সরতেই পরের কোচ খুঁজতে ব্রাজিলের লেগে গেল একবছরের বেশি। শোনা গিয়েছিল রিয়ালের প্রাক্তন কোচ কার্লোস আনসেলোত্তি নেমারদের কোচ হতে পারেন। কিন্তু শেষমেশ ব্রাজিলের সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়রকে দায়িত্ব দেওয়া হল জাতীয় দলের হেডস্যার হিসেবে।
ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আগেই। ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে দোরিভালের প্রথম কাজ ছিল, তাঁর ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছাড়া। প্রসঙ্গত, এই অভিজ্ঞ কোচের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে।
সাও পাওলোর ওই বিবৃতিতে দোরিভাল জুনিয়র বলেন, ‘আমি সাও পাওলো ক্লাবের কোচের পদে যে সাফল্য পেয়েছি, তারই স্বীকৃতিস্বরূপ জাতীয় দলের দায়িত্ব পেলাম। এটা আমার কাছে স্বপ্নের মতো। ব্রাজিল ফুটবলের গৌরব ধরে রাখার চেষ্টা করব।’
সাও পাওলোর ক্লাবের প্রেসিডেন্ট জুলিও সিজার জানিয়েছেন, আমরা ৬১ বছর বয়সি দোরিভালকে রিলিজ করে দিয়েছি। জাতীয় ফুটবলের স্বার্থে ওঁর মতো অভিজ্ঞ কোচকে প্রয়োজন।