শেষ আপডেট: 21st June 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের মতো দলে দশ নম্বর জার্সির মতো নয় নম্বর জার্সিরও সমান ওজন, বরং বেশিই। নয় নম্বর জার্সি পরে খেলতেন রোনাল্ডো দ্য লিমা। কোপা আমেরিকায় এবার ব্রাজিলের নয় নম্বর জার্সি পরে খেলবেন এনড্রিক।
আমেরিকায় কোপা আসরে ব্রাজিল দলের এই গোলমেশিনকে ঘিরে উৎসাহ রয়েছে। মাত্র ১৭ বছরের এই নবীন তারকা বর্তমানে খেলেন পামেইরাসে। তিনি জুনিয়র রিয়াল মাদ্রিদ দলেও খেলেছেন। সেইসময় কাছ থেকে পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, তিনিই আইডল ব্রাজিলের নতুন পেলের।
ব্রাজিলে এই বিস্ময় তারকাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। তাঁকে দেওয়া হবে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো দ্য লিমার সেই নয় নম্বর জার্সি। ওই জার্সির মাহাত্ম রয়েছে বিস্তর। বলা হয়, ব্রাজিলের ওই জার্সি নম্বরের ওজন ক্রাইস্ট দ্য রিদিমারের মতোই ভারী।
সেই কারণেই ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র জার্সির মহিমার কথা ভেবেই এনড্রিককে নয় নম্বরই দেওয়া হয়েছে। ব্রাজিল কোচ জানিয়েছেন, গোল করার মুনশিয়ানা এনড্রিকের যথেষ্ট রয়েছে। ভালই গোল চেনে, তবে সতীর্থদের সহায়তাও দরকার নায়ক হওয়ার জন্য।
ব্রাজিল কোচ অবশ্য তাঁকে পরিবর্ত হিসেবেও ভেবে রেখেছেন। পরে নেমে ঝলসে ওঠার ক্ষমতা রয়েছে নতুন তারকার মধ্যে। কোপায় এনড্রিকের খেলা দেখার জন্য সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। নেমারের অভাব ঢাকার ক্ষমতা এই তরুণ তারকার রয়েছে কিনা, তার জবাবও মিলবে কোপার মতো মেগা আসরে। প্রসঙ্গত, ব্রাজিল কোপায় ২৫ জুন নামবে কোস্টারিকার বিরুদ্ধে।