শেষ আপডেট: 25th June 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচে সবদিক থেকে এগিয়ে ছিল ব্রাজিল, কিন্তু আসল কাজটি তারা করতে পারেনি।
মঙ্গলবার ভারতীয় সময়ে সকালে খেলা ছিল আমেরিকার আরিজোনার গ্লেনদালে স্টেডিয়ামে। এই ম্যাচের তুল্যমূল্য বিচার করলে দেখা যাবে ব্রাজিল সবদিক থেকেই এগিয়ে।
বল পজেশন : ব্রাজিল ৭৪ শতাংশ : কোস্টারিকা ২৬ শতাংশ
গোলের সুযোগ : ব্রাজিল ১৫ বার : কোস্টারিকা ০
কর্নার : ব্রাজিল : ৯টি : কোস্টারিকা : ১টি
গোলে শট : ব্রাজিল : ৪টি : কোস্টারিকা : ০
এই থেকেই বোঝা যায়, ম্যাচে আধিপত্য রেখেও কাজ হাসিল করতে ব্যর্থ সাম্বা দল। একের পর এক আক্রমণ সাজিয়েও কোস্টারিকার জাল খুঁজে পায়নি ব্রাজিল। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
পুরো ম্যাচে একের পর এক গোলের সুযোগ নষ্ট হয়েছে। কোস্টারিকা পুরোপুরি রক্ষণাত্মক খেলেছে। তারা ব্রত নিয়েছিল, গোল দেব না, গোল খাব না। তারা সেই কাজে সফল।
পুরো ৯০ মিনিটের ৯০ শতাংশ সময়ই বল কোস্টারিকার ডি বক্সের আশপাশে ঘোরাঘুরি করেছে। কিন্তু তাদের কঠিন ডিফেন্সে ব্রাজিল দাঁত ফোটাতে পারেনি। দু’একটি যাও ডিফেন্স ভেদ করতে পেরেছে, কিন্তু গোলরক্ষক প্যাট্রিক সেকুইরার বিশ্বস্ত হাত কোস্টারিকাকে বাঁচিয়েছে।
কোস্টারিকার পোস্টের সামনে গিয়ে বারবার খেই হারিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। কখনও মেরেছেন ক্রসবারে, কখনও বল বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক। বক্সের সামনে থেকে ব্যাকপাস করলেন, স্কোয়ারপাস করলেন, কারিকুরি সবটাই হল, গোল এল না পেলের দেশের।
প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় মার্কুইনহোস একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভিএআর (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) পরীক্ষা করে গোল বাতিল হয় অফসাইডের কারণে।
দর্শকাসনে বসে ব্রাজিলের তারকার তারকা নেমার খুবই হতাশ। চোটের কারণে তিনি খেলতে পারছেন না এবারের কোপায়। কিন্তু তাঁর দল শুরুতেই এভাবে গোলহীন থাকবে, তিনি ভাবতে পারেননি। নেমারের বিকল্প হিসেবে এনড্রিকের কথা বলা হলেও তিনি নিরাশ করেছেন।
ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে নানা পরীক্ষা করতে দেখা গিয়েছে। কিন্তু ভিনিসিয়াস, রডরিগো, রাফিনহারা গোলের সন্ধান পেতে ব্যর্থ। শুরুতেই আটকে যাওয়ায় ব্রাজিল প্রেমীরা হতাশ।