শেষ আপডেট: 10th February 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: বলিউড প্রথম ‘ডন’-কে দেখেছিল ১৯৭৮-এ। সে তখন ছিল লম্বা ছিপছিপে একটা ছেলে। যার কণ্ঠস্বরে একবার ‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, না মুম্বকিন হ্যা’ শুনলেই গায়ে শিহরণ জাগত। তারপর কেটে গেল ২৮ বছর। অমিতাভ নয়, ডনের চরিত্রের জন্য বেছে নেওয়া হয় শাহরুখ খানকে।
প্রথমে অনেকে আপত্তি করলেও ছবিটি মুক্তির পর সবাই ঠোঁটে কুলুপ আঁটে। কিং খানের অভিনয় মনে আলাদা জায়গা তৈরি করে ফেলে মুহূর্তে। তারপর থেকে ডন হিসেবে শাহরুখ ছাড়া যেন আর কাউকে ভাবাই যায়না। তবে ডন ২ এর পর যখন ডন ৩-এর প্রস্তাব নিয়ে শাহরুখের কাছে যাওয়া হয় তখন তিনি বারণ করে দেন। কারণ তাঁর চিত্রনাট্য পছন্দ হয় না।
তারপর চিত্রনাট্যটি যায় রণবীর কাপুরের কাছে। কিন্তু তিনিও না করে দেন। তারপর শেষে রণবীর সিং-এর কাছে ছবিটির প্রস্তাব এলে মুহূর্তে হ্যাঁ বলেন অভিনেতা। কারণ ডনের মতো চরিত্রে কে না অভিনয় করতে চাইবে? তবে ডন ৩-এর টিজার মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া আলাদা হয়। বেশিরভাগেরই রণবীরকে পছন্দ হয় না। যেহেতু শাহরুখ খান ছাড়া অন্য কাউকে ডন হিসেবে কল্পনাই করা যায়না তাই হয়তো সমালোচনার মুখে পড়তে হয় রণবীরকে।
তবে সবসময়ের মতোই এক ফুঁয়ে উড়িয়ে দেন সেসব! কনফিডেন্ট ভাবে উত্তর দেন, আমি নিজের মতো ডনকে তৈরি করব। আমি জানি ডনকে সমস্ত সিনেপ্রেমীরা সবসময় ভালোবাসা দিয়েছে। আর আমি কথা দিচ্ছি ডনকে আমি সেভাবেই বাঁচিয়ে রাখব। হারিয়ে যেতে দেবো না। আর একটা বিশেষ চরিত্রে অন্য অভিনেতারাও অভিনয় করতে পারে। হলিউডেও এরকম হয়েছে। জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগকে এখন নতুন বন্ড হিসেবে লোকে চেনে। তাই এটা নিয়ে অতো ভাবার কিছু নেই। এটা স্বাভাবিক।
ফারহান আখতার পরিচালিত ডন ৩ মুক্তি পাবে ২০২৫-এ।