শেষ আপডেট: 26th October 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে পরপর ব্যর্থতার পর অবশেষে এবছর করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির মাধ্যমে সাফল্যের মুখ দেখেছেন অভিনেতা রণবীর সিং। হার্ডকোর মশালা কমার্শিয়াল ছবি হয়েও ‘রকি অউর রানি…’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এতদিন ব্যর্থতা নিয়ে মুখ না খুললেও এবার করণ জহরের কফি আড্ডায় এসে সেই নিয়ে কথা বলতে শোনা গেল রণবীরকে। একইসঙ্গে ‘ডন ৩’-তে নামভূমিকায় তাঁর থাকা নিয়েও মুখ খুললেন তিনি।
পরপর তিনটি ছবি ফ্লপের পর করণের সিনেমায় অভিনয় করে পাওয়া সাফল্য তাঁর কাছে বিশাল বড় পাওনা। আর ‘কফি উইথ করণ’-এ এসে যেন সেই সাফল্যই উদযাপন করলেন তিনি। একইসঙ্গে ‘৮৩’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘সার্কাস’ ছবির ব্যর্থতার কারণও ব্যাখ্যা করলেন। রণবীর বললেন, “প্যান্ডেমিকের পর ‘৮৩’ ছিল এমন সিনেমা, যা সকল দর্শকদের ভাল লেগেছিল। কিন্তু ছবিটার রিলিজ টাইম ঠিক ছিল না। কারণ, দিনদুয়েকের মধ্যেই ফের ওমিক্রনের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল।”
এরপর অভিনেতা ‘জয়েশভাই জোরদার’ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “এই ছবিটিও বেশ ভাল। পোস্ট প্যান্ডেমিক সময়কালে এই ছবিটি ওটিটিতে বেশ ভাল ব্যবসা করেছে। ছবিটির মাধ্যমে আমরা যেই মেসেজটা দিতে চেয়েছিলাম, তাতে আমরা সফল। কিন্তু সিনেমাটি প্রেক্ষাগৃহে একেবারেই ভাল চলেনি, এটা আমাদের দুর্ভাগ্য! কারণ, মানুষ তখনও সিনেমাহলে যাওয়ার সাহস পাচ্ছিল না। তবে ‘সার্কাস’ সত্যিই ডিজাস্টারে পরিণত হয়েছে। আমরা হয়তো দর্শকদের পালসটাই ধরতে পারিনি।”
তবে এত ব্যর্থতার জেরে সমালোচনা হলেও রণবীর তা নিয়ে টুঁ শব্দটি করেননি। তবে ‘ডন ৩’ ছবিতে সুযোগ পাওয়ায় যেভাবে তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ অভিনেতা। করণের সামনে সেই নিয়ে বেশ রাগত স্বরেই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “নিজেকে প্রমাণের সুযোগ তো দিন। ১২-১৩ বছর ধরে ঠিকঠাকই কাজ করছি আমি। একটা সুযোগ তো আমারও প্রাপ্য।” উল্লেখ্য, ২০২৫ সালে বড়পর্দায় মুক্তি পাবে ফারহান আখতারের ‘ডন ৩’।