শেষ আপডেট: 20th February 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: ফারহান আখতার পরিচালিত ডন ৩ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। শাহরুখ খানের বদলে রণবীর সিংকে নেওয়া নিয়ে সমালোচনার শেষ নেই। দর্শকেরা অমিতাভ ও শাহরুখ ছাড়া 'ডন' হিসেবে অন্য কাউকে দেখতে নারাজ।
এইসবের মাঝেই ঘোষণা করা হল রণবীরের নায়িকার নাম। জানা গেল, কিয়ারা আদবাণী থাকবেন ডন ৩-তে। ফারহান আখতার প্রথমের দিকে এই বিষয়টি নিয়ে 'ক্রমশ প্রকাশ্য' ভাব রেখে রহস্য বজায় রেখেছিলেন। এবার অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ্যে আনা হল। কিয়ারা ও রণবীরকে এর আগে কখনও জুটি বাঁধতে দেখা যায়নি। তাই ওঁদের দুজনকে বেছে নেওয়া হয়েছে।
কিয়ারাকে সবাই রম-কম অর্থাৎ রোম্যান্টিক কমেডি ছবির জন্যই চেনেন। এই প্রথম ওঁকে এরকম অ্যাকশন ছবিতে দেখা যাবে। শুধু 'ডন ৩' না 'ওয়ার ২'-তেও অভিনেত্রীর দেখা মিলবে। এই দিন ফারহান আখতারের অফিস থেকে বেরোতে দেখা গেছে অভিনেত্রীকে। তারপরেই বোঝা যায় যে ওঁকেই 'রোমা'-র চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানানো হয়।
এর আগে ডনে 'রোমা'-র চরিত্রে অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল জিনাত আমনকে। তারপর শাহরুখের বিপরীতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। দুজনের চরিত্রটি দর্শকদের মনে যে ছাপ ফেলে গেছে, সেটা কিয়ারা পূরণ করতে পারে কিনা সময় বলবে। চলতি বছরের অগস্ট বা সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৫-এ।