শেষ আপডেট: 17th August 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ এক দশক পেরিয়ে ফের পর্দায় ফিরতে চলেছে অন্ধকার জগতের বেতাজ বাদশা ডনের (kiara advani in don 3) সাম্রাজ্য। যদিও এবার শাহরুখ খান নয়, ডনের চরিত্রে ফিরছেন রণবীর সিং। ইতিমধ্যেই ছবির নাম ঘোষণা করেছেন পরিচালক ফারহান আখতার।
ডনের চরিত্রে রণবীরকে দেখার পর থেকেই নেটিজেনরা একরকম দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ বলছেন এই চরিত্রে শাহরুখকে ছাড়া অন্য কাউকে মানা যায় না, অপরদিকে অনেকেই প্রস্তুত নতুন রূপে রণবীরকে স্বাগত জানাতে। তবে রণবীরকে টিজারে দেখার পর থেকেই আরও একটা প্রশ্ন ঘুরছে অনুরাগী মহলে, কে থাকছেন নায়িকার ভূমিকায়।
আগের 'ডন'-এ শাহরুখ খানকে যোগ্য সঙ্গত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার প্রিয়াঙ্কার জুতোয় কে পা গলাবেন সেই প্রশ্নের উত্তর সামান্য হলেও অবশেষে মিলল।
যদিও এই প্রশ্নে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন পরিচালক ফারহান আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নায়িকার চরিত্র নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতারা এই প্রসঙ্গে এখনও বিবেচনা করে দেখছেন। নায়িকার চরিত্রে অভিনেত্রী চূড়ান্ত হলেই জানানো হবে সংবাদমাধ্যমকে। তবে অন্দরের খবর বলছে সব ঠিকঠাক থাকলে কিয়ারাই হতে চলেছেন নতুন 'ডন' সাম্রাজ্যের রানি।
মুক্তি পেল ‘ডন ৩’-এর টিজার, শাহরুখের জুতোয় এবার পা গলালেন রণবীর