শেষ আপডেট: 8th August 2023 12:17
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছরেরও বেশি সময় পর অপেক্ষার অবসান। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির (Don 3) আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক ফারহান আখতার (Farhan Akhter)। মঙ্গলবার সবাইকে চমকে দিয়ে ‘ডন থ্রি’-র ঘোষণা করেছেন ফারহান আখতার। কিন্তু এতদিনের চাপা উত্তেজনার ছিটেফোঁটাও ছবির ঘোষণার পর চোখে পড়ল না। ছবি বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ অবশ্যই ফ্র্যাঞ্চাইজি থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) সরে যাওয়া। এবং আরও একটি কারণ হল, মাঝে প্রায় ১০ বছরের ব্যবধান।
এখনও অবধি যা খবর, তাতে অমিতাভ এবং শাহরুখ খানের পর বলিউডে নতুন ডন হতে চলেছেন রণবীর সিং। ‘ডন থ্রি’-তে তাঁকেই দেখা যাবে মূল চরিত্রে। তাই ছবির ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন শাহরুখ ভক্তরা। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায়, ‘হ্যাশট্যাগ নো এসআরকে নো ডন’।
তবে পরিচালক নতুন ছবির ঘোষণা করে জানান, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের ‘ডন’-এর লেগ্যাসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একজন অভিনেতাকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার বহুমুখী প্রতিভা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। আশা করি, দর্শকরাও তাঁকে এই চরিত্রে খুবই পছন্দ করবেন। তবে কে সেই অভিনেতা, সে কথা এখনও খোলসা করেননি পরিচালক।