শেষ আপডেট: 6th July 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের পরিচালনায় এই প্রথমবার কাজ করেছেন তিনি। সামনেই সেই ছবি মুক্তি পেতে চলেছে। এরমধ্যেই জন্মদিনে আরও বড় উপহার ভক্তদের দিতে চলেছেন রণবীর সিং। সূত্রের খবর, ফারহান আখতার বৃহস্পতিবারই রণবীরকে নিয়ে ‘ডন ৩’ বানানোর কথা ঘোষণা করবেন। এই অ্যাকশন-থ্রিলার ছবির প্রথম দু’টো ভাগে শাহরুখ খানকে দেখা গিয়েছিল। এবার সেই জুতোয় পা গলাতে চলেছেন বলিউডের ‘বাজিরাও’।
দীর্ঘদিন ধরেই ফারহান ‘ডন ৩’-এর স্ক্রিপ্ট নিয়ে ঘষামাজা করছেন। সম্প্রতি নাকি শাহরুখের সঙ্গে ডেট নিয়ে কথাও বলতে গিয়েছিলেন তিনি। কিন্তু এইমুহূর্তে এধরনের ছবিতে কাজ করবেন না বলে অফার ফিরিয়ে দেন ‘বাদশা’। প্রযোজক রিতেশ সিধওয়ানি তারপরই জানিয়েছিলেন যে, তাঁরা শাহরুখের বদলে ‘ডন’-এর চরিত্রে রণবীরকে ভাবছেন। তবে তিনিই কি শেষ অবধি এই ছবিতে অভিনয় করবেন? তা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
বিগত কয়েকদিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল, রণবীরই হচ্ছেন পরবর্তী ‘ডন’। আর তা সরকারিভাবে অভিনেতার জন্মদিনে, অর্থাৎ ৬ জুলাই টিজার ভিডিও পোস্ট করে ঘোষণা করা হবে। কিন্তু বৃহস্পতিবার সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেলেও এই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তাই অভিনেতার অনুরাগীরা এই নিয়ে ধন্দে রয়েছেন।
উল্লেখ্য, রণবীর যদি সত্যিই ‘ডন ৩’ করেন, তাহলে বলিউডে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর তিনিই হবেন তৃতীয় অভিনেতা, যিনি এই চরিত্রে অভিনয় করবেন। অমিতাভ বচ্চনের ‘ডন’-এর অনুপ্রেরণায় ২০০৬ সালে প্রথমবার শাহরুখ নিয়ে ‘ডন’ বানান ফারহান আখতার। আগের ছবিটি থেকে রেফারেন্স নিলেও নিজের ছবিতে স্বকীয়তার ছাপ রেখেছিলেন ফারহান। এরপর ২০১১ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ডন ২’ মুক্তি পায়। তারপর থেকে এখনও অবধি ‘ডন ৩’-এর অপেক্ষা চলছে।
রণবীর দীপিকা রামচরণ এক ফ্রেমে! ছবি নাকি বিজ্ঞাপন জল্পনায় অনুরাগীরা