শেষ আপডেট: 3rd August 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: মানুষ কতটা অমানবিক হতে পারে তার আরও একটি উদাহরণ রাখল মধ্যপ্রদেশ। বস্তাবন্দি করে একাধিক কুকুরকে ফেলে দেওয়া হচ্ছিল নদীতে। তাদের সকলের মুখ, পা সবই বাঁধা ছিল। কারা এমন ঘটনা ঘটাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই কুকুরগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কারওই মৃত্যু হয়নি।
মধ্যপ্রদেশের ভোপাল থেকে ৫০০ কিলোমিটার পূর্বে সাতনা বলে একটি জায়গা আছে। এই ঘটনা সেখানেরই। পুলিশ জানিয়েছে, কয়েকটি কুকুরকে বস্তায় ভরে একটি ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হচ্ছিল। তাদের সবার মুখ এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তবে কয়েকজন বাধা দেওয়ায় তা করা সম্ভব হয়নি। বস্তায় অন্তত ১২টি কুকুর ছিল বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার ইতিমধ্যে নন্দু এবং প্রদীপ বাসর নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও তাদেরকে এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। দুজনেই পলাতক বলে জানা গেছে। এদিকে বস্তাবন্দি কুকুরগুলিকে উদ্ধার করে তাদের স্থানীয় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, দুই অভিযুক্ত কোতোয়ালি এলাকার বাজরাহা তোলির বাসিন্দা। তাদের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাঁরা।
একটি ই-রিকশা করে কুকুরদের নদীতে ফেলবে বলে এসেছিল নন্দু এবং প্রদীপ। রাস্তার একটি সিসিটিভি ফুটেজ থেকে তাদের ছবি পেয়েছে পুলিশ। সেই প্রেক্ষিতে দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অনুমান, এইভাবে হয়তো আরও অনেক কুকুর, বিড়াল বা পশুদের অত্যাচার করতে পারে তারা। তাই তাদের বাড়িতেও একপ্রকার তল্লাশি চালানো হয়। যদিও কিছু উদ্ধার হয়নি।