শেষ আপডেট: 7th July 2024 21:03
দ্য ওয়াল ব্যুরো: প্রভু ভক্ত, উপকারী। চতুষ্পদী প্রাণীটিকে ঘিরে রয়েছে হাজারও উপমা। সরিতা সালদানহার কথায়, 'আমার সেরা বন্ধু'।
মুম্বইয়ের এই তরুণী তাঁর সঙ্গী সরমেয়কে আদর করে 'টাইগার' বলে ডাকেন। সম্প্রতি নিজের পোষ্য সারমেয়র জন্মদিনে আড়াই লক্ষ টাকার সোনার চেন উপহার দিয়েছেন তিনি।
জন্মদিনে টাইগারকে নিয়ে গিয়েছিলেন চেম্বুরের একটি গহনার দোকান। সেখানে নিজের বেতন থেকে জমানো নগদ আড়াই লক্ষ টাকা দিয়ে সূক্ষ্ম কারুকাজের ওই সোনার চেনটি সারমেয়র গলায় পরিয়ে দেন তিনি। বিশেষ সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন সালদানহা।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সালদানহা যখন গলায় সোনার চেন পরাচ্ছেন তখন কৃতজ্ঞতায় বারে বারে প্রভুর প্রতি লেজ নাড়াতে দেখা যায় চতুষ্পদীকে। আনন্দে, উত্তেজনায় লাফালাফি করতে থাকে 'ছোট্ট বাঘ'!
View this post on Instagram
কমেন্ট বক্সে সংশ্লিষ্ট সোনার দোকানের মালিক লিখেছেন, 'মানুষ এবং প্রাণীদের মধ্যে গভীর এবং সুন্দর সাহচর্যের উদযাপন'। তরুণীর 'টাইগার'কে উদ্দেশ্য করে অপর একজন লিখেছেন, 'মূল্যবান শিশু, বিশুদ্ধ আত্মা।' ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে অনেকে লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে টাইগার!'
আর একজন লিখেছেন, সারমেয় এবং মানুষের মধ্যের এই বন্ধন অতুলনীয়। সারমেয়র উষ্ণতা, অসীম ভালবাসা আমাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসে। অপর একজন লিখেছেন, 'মানুষ হয়েও বলছি, এই সারমেয়দের থেকে শেখা উচিত স্বার্থপর মানুষ জাতের!'