শেষ আপডেট: 2nd August 2024 11:51
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড মারধর করে তাঁকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল মাটিতে। কয়েকটি কুকুর তাঁকে বাঁচিয়ে তুলেছে! আগ্রার এক যুবক সম্প্রতি এই দাবিই করেছেন। যদিও তাঁর এই দাবি কতটা সত্যি বা মিথ্যে তা নিয়ে চর্চা হলেও এই মুহূর্তে ওই যুবক হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়।
আগ্রার বাসিন্দা রূপ কিশোর জানিয়েছেন, একটি জমি নিয়ে বিবাদের জেরেই তাঁকে মারধর করা হয়েছে। আগ্রার আরটনি এলাকা থেকে তাঁকে প্রথমে তুলে নিয়ে যায় চারজন। এরপর বেধড়ক মারধর করে তাঁকে মাটিতে জ্যান্ত পুঁতে দেয় তারা। রূপের দাবি, দুষ্কৃতীরা ভেবেছিল সে মারা গেছে। তাই দেহ লোকানোর জন্য তাঁকে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকটি কুকুরের জন্য তিনি বেঁচে গেছেন।
রূপের কথায়, যে এলাকায় তাঁকে পুঁতে দেওয়া হয়েছিল সেখানেই কয়েকটি কুকুর ছিল। তারাই দুষ্কৃতীদের তাড়া করে এবং মাটি খুঁড়তে থাকে। এর ফলেই বেঁচে যান তিনি। এরপর কোনও রকমে ওই এলাকা ছেড়ে স্থানীয় এক পাড়ায় যান রূপ। সেখানকার লোকেরা তাঁকে চিনতে পেরে হাসপাতালে ভর্তি করে। রূপের মা পুলিশকে জানিয়েছেন, অঙ্কিত, গৌরব, করণ এবং আকাশ নামের চারজন ব্যক্তি তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। তারাই এই ঘটনা ঘটিয়েছে।
কিন্তু কুকুরের কারণে কীভাবে বাঁচলেন রূপ? তিনি জানিয়েছেন, রাস্তার কুকুররাও ভেবেছিল সে মারা গেছে। তাই মাটি খুঁড়ে তাঁর দেহ বের করে মাংস খেতে গেছিল। আধমরা অবস্থায় অনেকক্ষণ থাকার পর কুকুরের কামড়ে জ্ঞান ফেরে তাঁর! রূপের শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। পুলিশের অনুমান, সেগুলি কুকুরের দাঁতেরই। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে অভিযুক্তদের খোঁজ পেতে।