শেষ আপডেট: 12th August 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: আজ, শ্রাবণ মাসের শেষ সোমবার। বাঁক নিয়ে শিব মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ে ৬ পুণ্যার্থীকে পিষে দিল বেপরোয়া গতিতে আসা গাড়ি। এই ঘটনায় আরও ২ পুণ্যার্থী আহত হয়েছেন। সকাল ৬ নাগাদ বাগডোগরায় জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বিশ্বাস বাগডোগরা জংলিবাবার মন্দির খুবই জাগ্রত। প্রতিবছর শ্রাবণ মাসে পুণ্যার্থীদের ঢল নামে সেখানে। এদিন মাসের শেষ সোমবার থাকায় কয়েকজন পুণ্যার্থী বাঁক কাঁধে নিয়ে জংলিবাবার মন্দিরে যাচ্ছিলেন। মুনি চা বাগারের কাছে রয়েছেন এশিয়ান হাইওয়ে ট্যু। ওই রাস্তা ধরেই পায়ে হেঁটে পুণ্যার্থীরা এগোচ্ছিলেন মন্দিরের দিকে। তখন ঘোষপুকুর এলাকা থেকে সিকিমের দিকে আসছিল এক স্করপিও গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে ছুটে আসছিল ওই গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধার দিয়ে হাঁটতে থাকা ৬ পুণ্যার্থীদের পিষে দিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনেরই। জানাগিয়েছে, বাগডোগরার কাছে হাউদাভিটা গ্রামের ২০ জনের একটি দল জংলিবাবার মন্দিরে পায়ে হেঁটে যাচ্ছিলেন।
দুজন আহত হয়েছেন। তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপরেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। গাড়ির গতি নিয়ন্ত্রণ না হওয়ার ফলে দুর্ঘটনা বলেই দাবি এলাকাবাসীর। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতদের মধ্যে এক নাবালক ও এক সিভিক ভালান্টিয়ার রয়েছেন। এদিন দুর্ঘটনার পরপরেই উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটি। গাড়ির চালক পলাতক।