শেষ আপডেট: 6th July 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কুকুরের উপর হামলা হয়েছিল। অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল সোনারপুরের চৌহাটির বাসিন্দা গোবিন্দ অধিকারী নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারকে। ঘটনাচক্রে ওই ব্যক্তি এলাকার সক্রিয় বিজেপি কর্মী। ঘটনায় পদ্ম শিবিরে ক্ষোভের আঁচ।
অভিযোগ, শুক্রবার রাতে গোবিন্দ অধিকারী, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং ছেলে গৌরব অধিকারীর উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। এলোপাথাড়ি কোপ মারে তাঁদের। আর্ত চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। তখনই চম্পট দেয় দুষ্কৃতীরা।
আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান পড়শিরা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের এসএসকেএমের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ সুভাস দেবনাথ ও সুমিত দেবনাথ বলে দু’জনকে আটক করেছে।
বাবা-ছেলেকে জেরা করে পুলিশ অর্চন ভট্টাচার্য বলে এক ব্যক্তির নাম জানতে পেরেছে। সেই মূল অভিযুক্ত বলে পুলিশের দাবি। সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, অর্চন এলাকায় পশুপ্রেমী হিসেবে পরিচিত। একটা কুকুরের উপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে গোবিন্দ অধিকারীর পরিবারের সঙ্গে তাঁর গন্ডগোলের সূত্রপাত। গোবিন্দবাবু বিজেপির কর্মী হওয়ায় এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। গত লোকসভা ভোটে ১৮৯ নম্বর বুথে তিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।