শেষ আপডেট: 14th August 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্ট, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান-বিরোধী হুঙ্কারের আগের দিনই জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গি গুলিতে প্রাণ হারালেন এক সেনা অফিসার। ক্যাপ্টেন পদমর্যাদার ওই অফিসার দীপক সিং বুধবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এনিয়ে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায় সেনাকর্মীর মৃত্যুতে ফের একবার নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে।
সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোডার আস্সার এলাকার শিবগড়-আস্সার অঞ্চলে ঘন জঙ্গলে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এরকম খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। তখনই অতর্কিতে জঙ্গলের ভিতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই নিহত হন ওই ক্যাপ্টেন। গুলির লড়াইয়ে ৪ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে অনুমান সেনাবাহিনীর। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওই এলাকা থেকে নিরাপত্তা বাহিনী একটি মার্কিন অত্যাধুনিক রাইফেল এম ফোর এবং তিনটি রুকস্যাক উদ্ধার করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক ক্যাপ্টেন জঙ্গি গুলিতে মারা গিয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চলছে এলাকায়। কয়েকজন জঙ্গি জখম হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। কারণ, সেখান থেকে রক্তের দাগ পাওয়া গিয়েছে।
চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডোডা সহ জম্মু-কাশ্মীরের জঙ্গি দমন অভিযান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। স্বাধীনতা দিবসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনাথ এদিন সকালে একটি বৈঠক ডেকেছিলেন। সরকারি সূত্র জানিয়েছে, ওই বৈঠকে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনা অভিযানের ডিজি লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা প্রমুখ যোগ দিয়েছিলেন।
সূত্রে আরও জানা গিয়েছে, জঙ্গিরা উধমপুরের পাটনিটপের জঙ্গল এলাকা থেকে গুলি চালাতে চালাতে ডোডায় ঢুকেছিল। সূত্র আরও জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে গুলিযুদ্ধ চলছে। মাঝে রাতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ তল্লাশি অভিযানের সময় আচমকা গুলি চালাতে থাকে জঙ্গিরা।