শেষ আপডেট: 31st May 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতার বড় ম্যাচে দারুণ টেক্কা হবে। কারণ ইস্টবেঙ্গলে শুক্রবারই চুক্তিবদ্ধ হলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ১২ জুন ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই এই বিদেশিকে সরকারিভাবে সই করানো হবে।
মোহনবাগানে যেমন গোলমেশিন দিমিত্রি পেত্রাতোস রয়েছেন, তেমনি লাল হলুদে এলেন দিমি। গত মরশুমে তিনি ছিলেন কেরালা ব্লাস্টার্স দল, তাদের হয়ে আইএসএলে ১৭টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন। এবার তিনি লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের ভরসা হবেন। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। দিমি শুধু গোলই করেন না, তিনি মাঝমাঠের চালিকাশক্তিও হতে পারেন। গতবার তাঁর খেলার ঝলক দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে নেওয়ার বিষয়ে চেষ্টা করা হয়। সেই কাজে সফল কর্তারা।
লাল হলুদ রক্ষণে এশীয় কোটার হিজাজি মাহেরকে রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশিদের মধ্যে সল ক্রেসপো, ক্লেটন সিলভারা থাকছেন। এমনকী মাদিহ তালালকেও নেওয়া হয়েছে। যে কারণে এবার লাল হলুদ ভালই দল গুছিয়ে নিয়েছে আগে থেকেই।
দিমিকে নেওয়ার বিষয়ে মুম্বই সিটি এফসি ভাল অর্থের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাদের থেকে দিমিকে নেওয়া হয়েছে অনেকবেশি চুক্তির অঙ্কে। এমনকী কোচ কুয়াদ্রাতও কথা বলেন এই গ্রিক তারকার সঙ্গে। তারপরেই বরফ গলে।
বড় ম্যাচে দুই দিমির লড়াই হবে এবার। সবুজ মেরুন সমর্থকরা আদর করে পেত্রাতোসকে দিমি বলে ডাকেন, লাল হলুদ ফ্যানরাও তাঁদের দিমি পেয়ে গেল। বড় ম্যাচে জোরদার লড়াইয়ের জন্য প্রস্তত থাকবে ময়দান।