শেষ আপডেট: 7th July 2023 14:06
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রীদের মধ্যে অনেকেই ইনস্টাগ্রামে (instagram) অ্যাকাউন্ট খুলে নিয়মিত ছবি পোস্ট করেন। এই তালিকায় যেমন আছেন কমবয়সি অভিনেত্রীরা তেমনই বর্ষীয়ান অভিনেত্রীরাও পিছিয়ে নেই ইনস্টাগ্রামে ছবি আপলোড করা থেকে। এবার এই তালিকায় নাম লেখালেন আরও এক বর্ষীয়ান অভিনেত্রী সায়রাবানু (sairabanu in instagram)।
৭৮ বছর বয়সে ইনস্টাগ্রামে এলেন সায়রাবানু।
প্রসঙ্গত, ৭ জুলাই অর্থাৎ শুক্রবার দিলীপ কুমারের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। সায়রা বানু এই দিনটিকেই বেছে নিয়েছেন ইনস্টাগ্রামে পা রাখার জন্য। নিজের এবং দিলীপ কুমারের একটি সাদা কালো ছবি অভিনেত্রী পোস্ট করেছেন তাঁর ইনস্টা হ্যান্ডলে।
দিলীপ কুমারকে যে এখনও তিনি 'মিস' করেন তা স্পষ্ট অভিনেত্রীর প্রথম পোস্টেই। একটি শায়রির পংক্তি দিয়ে তিনি শুরু করেছেন তাঁর ছবির ক্যাপশন। ইংরাজি হরফে লেখার পর উর্দু ভাষাতেও তিনি লেখেন সেই একই পংক্তি। দিলীপ কুমার চলে যাওয়ার পর থেকে যে বন্ধুবান্ধব এবং অনুরাগীরা পাশে থেকেছেন অভিনেত্রীর, এই পোস্টে তাঁদের ধন্যবাদ জানান সায়রাবানু।
পাশাপাশি, আজকের দিনেই সকাল ৭টার সময়ে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর 'কোহিনূর' এ কথা স্মরণ করে অভিনেত্রীর প্রার্থনা 'এই প্রিয় শায়রি যেন পৌঁছায় আমার সাহিবের কাছে।' দিলীপ কুমার চলে গেলেও আজও তিনি অলক্ষ্যে রয়েছেন তাঁর সঙ্গেই, এই কথাই বিশ্বাস করেন অভিনেত্রী। প্রয়াত অভিনেতা আজও জীবন পথের দীপশিখা হয়ে তাঁকে আলো দেখাচ্ছেন, এমন বিশ্বাস নিয়েই বাকি জীবন কাটাতে চান সায়রা বানু, স্পষ্ট অভিনেত্রীর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট থেকে।
এত জাঙ্কফুড খেয়েও ছিপছিপে কী করে? অমিতাভ বচ্চনের নাতনির উত্তর শুনে হেসেই গড়াচ্ছেন সকলে