শেষ আপডেট: 28th July 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলের আধিকারিকরা। ঘটনাটিতে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনটি বেলা ১২ টা ১৫ মিনিট নাগাদ সুভাষগ্রাম স্টেশনের কাছে পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনের চাকার উপরে আগুনের ফুলকি দেখতে পান। এরপরই ওই স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি।
প্ল্যাটফর্ম থেকেই অনেকে চিৎকার শুরু করলে তা নজরে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের।মুহূর্তে ডায়মন্ড হারবার লোকালের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে সুভাষগ্রাম স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ওই স্টেশনে। আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা, কাকদ্বীপগামী ট্রেন চলছে না।
যদিও খানিকক্ষণের মধ্যে আগুন নিভে যায়। তবে কী কারণে চাকার উপরের দিকে আগুনের ফুলকি দেখা গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক গোলযোগ, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে রেল আধিকারিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্তারা। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা।
প্রসঙ্গত, শনিবারের পর রবিবারও শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল রয়েছে। ঘুরপথে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। দু’দিন আগে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে দেখা গিয়েছিল পূর্ব রেলকে। এরই মধ্যে এই ঘটনায় বাড়ল যাত্রীদের ভােগান্তি।