গভীর রাত পর্যন্ত বড় জমায়েত ছিল ঢাকা বিশ্ববিদালয়ের রাজু ভাস্কর্যের সামনে।
শেষ আপডেট: 17th August 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা প্রান্তে চলমান আন্দোলনের সমর্থনে রাতের ঢাকা, চট্টগ্রামের দখল নিল বাংলাদেশের মেয়েরা। দেশটির আর কিছু জেলায় একইভাবে মহিলাদের জমায়েতের খবর এসেছে।
গভীর রাত পর্যন্ত বড় জমায়েত ছিল ঢাকা বিশ্ববিদালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে কয়েক হাজার নারী মোমবাতি হাতে হাজির হয়ে আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের শিকার চিকিৎসক এবং বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।
সেখানে হাজির ছিলেন ঢাকা-সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। সেখানে রাতভর চলে ভাষণ, প্রতিবাদী গান ও স্লোগান। উপস্থিত নানা বয়সের নারীরা সমাজকে পুরুষতন্ত্রের জাঁতাকল থেকে মুক্ত করার কথা বলেন। এপারের মতো অপারেও মহিলাদের আন্দোলনে হাজির ছিলেন বহু পুরুষ। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
ঢাকার সমাবেশ।
চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানের সমাবেশে বড় ব্যানারে লেখা ছিল ‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’, অর্থাৎ মেয়েরা রাত দখল করো। চট্টগ্রামের জমায়েতে বাংলাদেশে ধর্ষণ-খুনের শিকার হওয়া নারীদের স্মরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা আয়ূশি এবং অর্ণব মিত্র বলেন, আবার প্রমাণ হল, এই উপমহাদেশে কোথাও মেয়েরা নিরাপদ নন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যাত্রী নুজহাত তাবাসসুম বলেন, আমরা রাতেও নিরাপদে চলাফেরা করতে চাই। গণপরিবহণ ব্যবহার করতে চাই। সরকারকে সেটা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের আন্দোলন।
রাত দখলের আন্দোলন হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা হাসিনা উৎখাতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।