শেষ আপডেট: 18th July 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: জুন মাসের পর ফের জুলাইতে রেল দুর্ঘটনা। গত ১৭ জুন ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ঠিক এক মাসের মধ্যে ১৮ জুলাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস। ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি। ঘটনাটিতে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনের কাছে পৌঁছলে হঠাৎ বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। এরপরই ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয়। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইনচ্যুত ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসতে থাকেন। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। একাধিক এসি কামরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
Another train mishap....Dibrugarh Express (going from Chandigarh to Dibrugarh) somewhere between Gonda and Basti in Uttar Pradesh... pic.twitter.com/T4yiiH8FZ3
— NIVEDITA SINGH (@niveditasingh__) July 18, 2024
ঠিক কী রণে দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনটির চারটি এসি কোচ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দুটি বগি সম্পূর্ণ উল্টে গিয়েছে। দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে। রেলের মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সরকারের তরফে জানানো হয়েছে, গোন্ডার দুর্ঘটনার উপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে, জেলার আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল-
ডিব্রুগড়- ৯৯৫৭৫৫৫৯৬০
ফারকেটিং- ৯৯৫৭৫৫৫৯৬৬
সিমালগুড়ি- ৮৭৮৯৫৪৩৭৯৮
তিনসুকিয়া- ৯৯৫৭৫৫৫৯৫
কমার্শিয়াল কন্ট্রোল- ৯৯৫৭৫৫৫৯৮৪