শেষ আপডেট: 27th June 2024 22:28
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণের অভিযোগে হুগলির উত্তরপাড়া পুরসভার দুটি ফ্ল্যাটের একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতের নির্দেশ হাতে নিয়ে এদিন পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ররা উত্তরপাড়ার ৭ ও ১৭ নম্বর ওয়ার্ডের অমরেন্দ্র সরণী ও ভদ্রকালীর দুটি ফ্ল্যাটের একাংশ ভেঙেও ফেলে। গোটা ঘটনায় আতান্তরে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দারা। পরিস্থিতির জন্য পুরসভাকেই দুষছেন তাঁরা।
বহুতলের দো'তলায় দু'বছর ধরে রয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। তিনি বলেন, "ব্য়াঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি। বেআইনি হলে পুরসভা কীভাবে মিউটেশন দিল? এভাবে তো আমাদের মাথার ছাদ কেড়ে নেওয়া ঠিক নয়।"
যে বাড়ি ভেঙে ফ্ল্যাটটি নির্মাণ হয়েছে, সেখানে ৩৪ বছর ধরে ভাড়ায় ছিলেন প্রবীণ অমিত মিত্র। তিনি বলেন, "প্রোমোটার এবং জমি মালিক নির্মাণ খরচের বিনিময়ে ফ্ল্যাটটি দিয়েছিল। এদিন ফিতে নিয়ে এসে ১৭ স্কোয়ার মিটার নির্মাণ ভেঙে ফেলা হল। তাতে বারান্দা-সহ সামনের ঘর থেকে ৬-৭ ফুট করে ভেঙে দেওয়া হয়েছে। এবার আমরা থাকব কী করে?"
যদিও উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের বক্তব্য, "পুরসভার ইঞ্জিনিয়াররা আদালতের নির্দেশ পালন করছেন। আমরা মানুষকে নানাভাবে সচেতন করেছি। কোনও সম্পত্তি কেনার আগে সেই সম্পত্তি সম্বন্ধে পুরসভা থেকে খোঁজ নিতে বলা হয়েছে। অনেকে সেটা করেন না। আর প্রোমোটাররাও অনেক সময় ভুল বুঝিয়ে বিক্রি করে দেন।" পুরসভা থেকে ওই বেআইনি নির্মাণের মিউটেশন কীভাবে দেওয়া হয়েছিল, এই প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি।
উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে নিজেদের মধ্যে কথা বলছেন সংশ্লিষ্ট দুটি ফ্ল্যাটের বাসিন্দারা। তাঁদের কথায়, "পুরসভা যদি বেআইনি নির্মাণে মিউটেশন দেয়, তাহলে আমরাই বা বুঝব কী করে কোনটা বৈধ আর কোনটা অবৈধ?"