শেষ আপডেট: 16th January 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণেশ্বরে মেট্রো রেলের ভায়াডাক্ট বানানোর জন্য স্কাইওয়াকের এন্টি-এক্সিট গেট সরাতে বলেছে রেল। কিন্তু রেলের সেই প্রস্তাব যে বিনা বাক্যব্যয়ে খারিজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা মঙ্গলবার সবার আগে দ্য ওয়ালে লেখা হয়েছিল। এও লেখা হয়েছিল যে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, স্কাইওয়াক ভাঙতে দেব না।
এদিন বিকেলে সেই কথাটাই এবার সাংবাদিক বৈঠক করে বললেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, তিনি বিকল্প রুটের ব্যবস্থা করে দিতে রাজি। কিন্তু স্কাইওয়াকে হাত দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর কথায়,“আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না, অনেক কষ্টে ওটা বানিয়েছি। আটটা থেকে দশটা মিটিং করেছি। ওখানে অনেক হকার ছিল, তাদেরকে বুঝিয়ে পুনর্বাসন দিয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থী আসেন। তাঁদের জন্য যানজট কাটানোর জন্য ব্যবস্থা করেছি। এটা আমার হদয়ের মনি মুক্তোর মতো।”
মমতার কথায়, “দক্ষিণেশ্বরে হাত দিচ্ছে, কী সাহস! কদিন বাদে বলবে কালীঘাট ভেঙে দাও, নাখোদা মসজিদ ভেঙে দাও, থোরাই শুনব? এগুলো মানতে বাধ্য নই। শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না। ফিজিকালি ভেরিফাই করতে হবে”।
মুখ্যমন্ত্রী এদিন দক্ষিণেশ্বরকে জুড়তে চেয়েছেন অযোধ্যার সঙ্গে। তাঁর কথায়, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা পুরোহিতদের কাজ। আমাদের কাজ পরিকাঠামো তৈরি করা। যখন রেল মন্ত্রী ছিলাম, দেখলাম ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ হচ্ছিল না। ওদের প্রাথমিক প্ল্যান ছিল বউ বাজার ইত্যাদি ভেঙে দেওয়ার। তার পর রুট বদল করে দিই। নোয়াপাড়া টু দমদম আমার করা। জোকা থেকে তারাতলা, তারাতলা থেকে ধর্মতলা আমার করে দেওয়া”।