শেষ আপডেট: 23rd March 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: আজব কাণ্ডকারখানার জায়গা হয়ে যাচ্ছে মেট্রো..এমনই বলছেন লোকজন। কখনও অন্তর্বাস পরে মেট্রোয় উঠে পড়ছেন কোনও তরুণী, আবার কখনও ভিড় মেট্রোয় চিলতে জায়গা করে নিয়ে উদ্দাম নেচে রিলস বানাচ্ছেন কেউ। কলকাতা হোক বা দিল্লি মেট্রো—আজব ফটোগ্রাফি/ভিডিওগ্রাফিতে ছড়াছড়ি। সম্প্রতি দিল্লি মেট্রোরই একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে যা নিয়ে রেগে আগুন তেলে বেগুন নেটিজেনরা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দুই মেয়ে দিব্যি সুন্দর শাড়ি পরে একে অপরকে রঙ মাখাচ্ছে। এই অবধি ঠিকই ছিল। কিন্তু তারপর যা শুরু হল সেই নিয়েই সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে, মেয়ে দুটি একে অপরের গায়ে, গালে রঙ মাখাচ্ছে। একে অপরের কোলে শুয়ে পড়ছে, গালে গাল ঘষছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে, “অঙ্গ লাগা দে রে, মোহে রং লাগা দে রে”।
এই ভিডিও দেখেই নিন্দা করছেন অনেকে। কেউ বলছেন, “আর জায়গা পায়নি। মেট্রোতে দিন দিন যা হচ্ছে তা আর বলার নয়।” একজন তো ভীষণ রেগে দিল্লি পুলিশকে ট্যাগ করে ভিডিওর কমেন্টে লিখেছেন, “মেট্রোতে এমন ধরনের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তাও কীভাবে এইসব রঙ্গলীলা চলছে কে জানে?” একজন লিখেছেন, রুচিবোধটাই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। একজন তো আবার মন্তব্য করেছেন, “ভিডিওতে দেখেই আমার কেমন অস্বস্তি লাগছে, মেট্রোতে সেই সময় যাঁরা ছিলেন তাঁরা কীভাবে সহ্য করছিলেন কে জানে!”
We need a law against this asap pic.twitter.com/3qH1aom1Ml
— Madhur Singh (@ThePlacardGuy) March 23, 2024
সমালোচনা যতই হোক, ভিডিওটা ইতিমধ্যেই ৬৫ হাজারের বেশি লোকজন দেখে ফেলেছেন। কমেন্টের বন্যা বইছে। এর আগেও অদ্ভুত সব ঘটনার সাক্ষী থেকেছে দিল্লি মেট্রো। কখনও কোনও যুগলকে মেট্রোর মধ্যেই আলিঙ্গন করে প্রকাশ্যে চুম্বন করতে দেখা গিয়েছে। কখনও আবার মেট্রোর ভিতরেই হাতাহাতি করতে দেখা গিয়েছে যুগলকে। দিল্লি মেট্রোর মধ্যে টি-শার্টের দাম নিয়ে প্রকাশ্যে তরজা করতে দেখা গেছে এক যুবক এবং যুবতীকে।প্রচণ্ড রেগে সেই যুবককে ফটাফট চড় মারতেও দেখা গেছে যুবতীকে। লোকজন বলছেন মেট্রো যেন চিড়িয়াখানা হয়ে গেছে।