শেষ আপডেট: 26th July 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: কখনও অন্তর্বাস পরে সিটে বসে রয়েছেন যাত্রী, কখনও আবার কোনও যুগল মেট্রোর মধ্যে গভীর চুম্বনে মত্ত, কেউ আবার কামরায় উদ্দাম নাচানাচি করছেন। আসন নিয়ে ঝামলা, হাতাহাতি থেকে শুরু করে রিলস বানানোর হরেক ঘটনাও রয়েছে তালিকায়। প্রায়ই এমন নানা ধরনের কীর্তিতে শিরোনামে উঠে আসে দিল্লি মেট্রো। নিমেষে ভাইরাল হয়ে যায় রাজধানীর মেট্রোর ভিডিও। এবার সেই সব ঘটনাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে নামল মেট্রো কর্তৃপক্ষ।
গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১৬০০ জন যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে রিল বানানো, মেট্রো চত্বরে যত্রতত্র উচ্ছিষ্ট খাওয়া ফেলে, নোংরা করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) সূত্রের খবর, গত বছরের তুলনায় মেট্রোতে এই ধরনের ঘটনা তিন শতাংশ বেড়েছে।
মেট্রো কর্তৃপক্ষের মতে, বারে বারে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও হুঁশ ফিরছে না যাত্রীদের। বিগত বছরেও বেশকিছু যাত্রীকে এই আচরণ করার জেরে জরিমানা করা হয়েছিল। কিন্তু এতসব করেও এমন ঘটনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দিল্লি মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, এই ধরণের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জরিমানায় যদি কাজ না হয় তবে আগামীদিনে শাস্তির পরিমান আরও বাড়বে। মেট্রো রেলের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে।
সিসিটিভি দেখে অভিযুক্ত যাত্রীদের চিহ্নিত করা হয়েছে। তবে দিল্লি মেট্রোতে প্রতিদিন ৬৭ লক্ষ মানুষ যাতায়াত করে। এত মানুষকে একসঙ্গে নজরে রাখা রাজধানীর মেট্রোর আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে হার না মেনে এই বিষয়ে আগামীদিনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।