শেষ আপডেট: 31st October 2023 23:24
দ্য ওয়াল ব্যুরো: এদেশের মেট্রোতে প্রস্রাব করার কথা ভেবেছেন কখনও? নিশ্চয়ই ভাবছেন, মেট্রোতে আর শৌচালয় কোথায় রয়েছে! তবে এ যে শৌচালয়ে নয়, এক্কেবারে কামরার মধ্যেই প্রস্রাব করলেন এক যাত্রী। শুনতে অদ্ভূত লাগলেও এমন কাণ্ডই যে ঘটেছে সেই দিল্লি মেট্রোতে। রীতিমতো মেট্রোতে বোতল ধরে প্রস্রাব করতে দেখা গিয়েছে এক পুরুষ যাত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাইরাল খবরের দুনিয়ায় দিল্লি মেট্রোকে প্রায়ই শিরোনামে দেখা যায়। কখনও কোনও যাত্রী মেট্রোয় অন্তর্বাস পরে উঠে পড়ছেন, কখনও আবার গভীর চুম্বনে মত্ত কোনও যুগল। তাছাড়া মেট্রোতে নাচের রিল কিংবা ধূমপান, বাদ নেই কোনও আজব কীর্তি। আর এবার সেই তালিকায় নয়া সংযোজন মেট্রোতে বোতল ধরে প্রস্রাব করার ঘটনা। যা নিয়ে ফের রাজধানীর মেট্রোকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, “আর কী বাকি আছে দেখার!”
दिल्ली मैट्रो ट्रेन के अंदर पेशाब करने का वीडियो सामने आया #वायरलवीडियो pic.twitter.com/UVe8o2evmc
— Lavely Bakshi (@lavelybakshi) October 30, 2023
ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি মেট্রোর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁর হাতে ধরা রয়েছে একটি বোতল। সেই বোতলের ভিতরে তিনি প্রস্রাব করছেন। যা দেখে সহযাত্রীরা তীব্র প্রতিবাদ জানায়। এমন কীর্তিতে বাধা দেওয়ার চেষ্টাও করেন এক যাত্রী। কিন্তু কারোর কথাতেই পাত্তা দেননি ওই ‘গুণধর’। কেন মেট্রোর ভিতরে তিনি এই কাজ করছেন প্রশ্ন করা হলে ব্যক্তির অকপট উত্তর ছিল, ‘মজবুরি থা…।’
এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, 'দিল্লি মেট্রোর ভিতরে প্রস্রাবই করে ফেলল এই ব্যক্তি।' ভিডিওটি দেখে ওই ব্যক্তির উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেটপাড়া। কেউ বলেছেন, এই ধরনের মানুষকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আবার কারোর মতে, মেট্রোতে শৌচাগার থাকা দরকার।