শেষ আপডেট: 31st July 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: আবার শিরোনামে দিল্লি মেট্রো। এবার মেট্রোর ভিতরে পায়ের চটি খুলে সামনের যাত্রীকে তুমুল মারলেন এক যাত্রী। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ফের ভাইরাল হয়ে যায় সেটি।
দেখা গেছে, মেট্রোর দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর এক হাতে গোল করে গোটানো কাগজ। অন্য হাতে কয়েকটি ছোট ছোট বোতল। আর এক যাত্রী প্রথম ব্যক্তির দিতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ নিজের পায়ের দিকে ঝুঁকে পা থেকে আস্তে করে চটি খুলে ফেললেন তিনি। তার পরেই গেটের কাছে দাঁড়ানো ওই ব্যক্তির গালে চটি দিয়ে সটান এক থাপ্পড় কষালেন দ্বিতীয় ব্যক্তি।
দরজার কাছে দাঁড়ানো প্রথম ব্যক্তিও মার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পাল্টা থাপ্পড় মারেন চটি খুলে মারা লোকটাকে। গোটা ঘটনায় সকলে এতই হতবাক, যে বাধা দেওয়ার আগেই যা ঘটার তা ঘটে যায়। দুই যাত্রীর মধ্যে এই তুমুল মারধরের ভিডিও সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় ৩০ জুলাই। ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি 'দ্য ওয়াল'।
Kalesh b/w Two Guys inside Delhi Metro
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 30, 2024
pic.twitter.com/uIll8KqCWk
এমন আচমকা মারধরের কারণ কী, তা অবশ্য জানা যায়নি। একাংশের ধারণা চটি খুলে মারা ওই লোকটি সম্ভবত মাতাল ছিল। তবে মারধরের কারণ জানার থেকেও দিল্লি মেট্রোর কাণ্ড নিয়ে মজাই করছেন বেশিরভাগ মানুষ। কারও কথায়, দিল্লি মেট্রো আজকাল বিনোদনে ভরপুর। অ্যাকশন দৃশ্য থেকে রোমান্স-- বাদ নেই কিছুই।