শেষ আপডেট: 11th October 2023 12:41
দ্য ওয়াল ব্যুরো: কখনও চুম্বন, কখনও যৌনতা, কখনও বিকিনি পরা সওয়ারি, কখনও বা বিড়িতে সুখটান- দিল্লি মেট্রো নিয়ে বিতর্কের শেষ নেই। আরোহীরা এমন এমন কাজ করেন, যা প্রায়ই ভাইরাল হয়। বিশেষ করে তরুণী-তরুণীদের প্রায়ই নির্দ্বিধায় ঘনিষ্ঠ হতে দেখা যায় চলন্ত মেট্রোর কামরায়। সম্প্রতি দিল্লি মেট্রোর কামরায় ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যুগল এমন কাণ্ড ঘটিয়েছেন যা দেখে কার্যত চমৎকৃত নেটিজেনরা।
শশীকান্ত যাদব নামে এক যুবক এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মেট্রোর কামরায় লাল হট প্যান্ট ও কালো টিশার্ট পরে বসে আছেন এক তরুণী। তাঁর সামনেই হাঁটু গেড়ে বসে ক্যান থেকে তরুণীর মুখে এক ধরনের পানীয় ঢেলে দিচ্ছেন এক যুবক। তবে মুখে পানীয় নিয়েও গিলে ফেলেননি তরুণী। বরং নিজের মুখ দিয়ে সেই পানীয় তিনি ঢেলে দেন ওই যুবকের মুখে। তারপর কপালে কপাল ঠেকিয়ে পরস্পরকে আদর করে হাসতে দেখা যাচ্ছে তাঁদের।
পিছনে অন্য যাত্রীদের দেখা যাচ্ছে, যুগলের কাণ্ড দেখে কেউ হতবাক, কেউ বা অস্বস্তি এড়াতে চোখ সরিয়ে নিচ্ছেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে শশীকান্ত লিখেছেন, 'এবার কি দিল্লি মেট্রো বন্ধ করে দেওয়া উচিত? নাকি একটা ক্রমশ মনোরঞ্জনের দারুণ আখড়া হয়ে উঠছে?'
क्या अब दिल्ली मेट्रो बंद कर देना चाहिए?
— SHASHIKANT YADAV (@ShashikantY10) October 10, 2023
या यह एक मनोरंजन का अति उत्तम स्थान है??
????Ⓜ️????Ⓜ️????Ⓜ️????????????????#viralreels#delhimetro#trending2023#ViralVideos#ShopeePromo1010
#Israel_under_attack #GazaUnderAttack #Gaza pic.twitter.com/4x8AbAe47U
বস্তুত, দিল্লি মেট্রো বন্ধ করে দেওয়া নিয়ে একই বক্তব্য রেখেছেন আরও অনেকেই। তাঁদের কারও দাবি, অল্পবয়সি ছেলে-মেয়েদের কীর্তিতে পরিবারের সঙ্গে মেট্রোয় ওঠা দায় হয়ে গেছে। কারও দাবি, দিল্লি মেট্রো সস্তার ওয়ো হয়ে গেছে, যেখানে অবাধ যৌনাচারেও কোনও সমস্যা নেই।
এই ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি। তবে দ্রুত সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে। এই ব্যাপারে দিল্লি মেট্রোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দিল্লি মেট্রোর আগে বিতর্কের মুখে কামরায় নজরদারি এবং সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর উপর জোর দিয়েছিল। প্রতি কামরায় নিরাপত্তারক্ষী থাকবে বলেও জানিয়েছিল। যাত্রীদের প্রতিও অনুরোধ জানিয়েছিল, এমন কোনও ঘটনা দেখলে যেন তা কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু সেসবের পরেও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুই পাল্টায়নি।