শেষ আপডেট: 31st October 2023 20:31
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় নয়, বরং নিজের আজব ফ্যাশনের সৌজন্যে বরাবর নেটদুনিয়ার চর্চায় থাকেন উরফি জাভেদ। পিৎজা থেকে শুরু করে কলার খোসা, মিনিয়েচার গাড়ি, এমনকী কম্পিউটারের কীবোর্ড দিয়েও 'পোশাক' বানিয়ে অঙ্গ ঢাকার নজির রয়েছে তাঁর। উদ্ভট ফ্যাশনের জন্য কেউ কেউ যেমন উরফির সাহসের প্রশংসা করেন, তেমনি নেটিজেনদের বেশিরভাগই তাঁর উপর খড়্গহস্ত। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া যেন উরফির রোজনামচারই অংশ। তবে এবার আর শুধু ট্রোল নয়, সরাসরি খুনের হুমকি পেলেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন উরফি। সেখানে ভুলভুলাইয়া ছবিতে রাজপাল যাদব অভিনীত চরিত্র ছোটে পণ্ডিতের 'লুক' তৈরি করেছেন তিনি। রাজপালের মতোই গায়ে এবং মুখে লাল রঙ মেখেছেন, কমলা ধুতি আর স্কিন-টাইট লাল টপে সেজেছেন তিনি। হালকা করে গোঁফের রেখা এঁকে গলায় ঝুলিয়ে নিয়েছেন গাঁদার মালা। কানের পিছনেই গোঁজা দুটি জ্বলন্ত ধূপকাঠি। ভিডিও পোস্ট করে উরফি লিখেছেন, হ্যালোইন উপলক্ষেই তাঁর এমন সাজ।
View this post on Instagram
কিন্তু সেই সাজেই বিপত্তি বেঁধেছে। নেটিজেনদের একাংশের দাবি, উরফির এই লুকে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে। তাঁরা ছবিটি মুছে দেওয়ার আর্জি জানিয়েছেন। এতেই থামেনি, আর একদল তাঁকে সরাসরি খুনের হুমকি দিয়েছে বলে দাবি করেছেন ২৬ বছর বয়সি অভিনেত্রী। সেই সংক্রান্ত ইমেলের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে স্ক্রিনশটগুলি পোস্ট করে উরফি লিখেছেন, 'এদেশের মানুষের কাণ্ড দেখে আমি হতবাক এবং স্তম্ভিত। একটা সিনেমার চরিত্রের মতো সাজার জন্য আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, যেখানে সিনেমায় আসল আসল চরিত্রটিকে নিয়ে কোনও সমস্যা হয়নি।' তাঁর পোস্টে দেখা যাচ্ছে, নিখিল গোস্বামী নামে একজন লিখেছেন উরফি যদি ভিডিওটি ডিলিট না করেন তাহলে তিনি তাঁকে খুন করবেন। রূপেশ কুমার নামে আরও একজন সরাসরি হিন্দু ধর্মকে অপমান করার জন্য অভিনেত্রীকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
উরফি নিজের কেরিয়ার শুরু করেছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে। এরপরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়ে দর্শকদের নজর কাড়েন। আর এরপরই কেরিয়ারে মোড় বদল। বিগ বস শেষ হওয়ার পর থেকে নানারকম পোশাক পরে ইনস্টা রিল করাই উরফির নেশা এবং পেশা হয়ে গিয়েছে। এই নিয়ে নেটিজেনদের কাছে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে কখনওই এসব কথা গায়ে মাখেননি অভিনেত্রী।