শেষ আপডেট: 31st October 2023 12:13
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ২০ কোটি, তারপর ২০০ কোটি, এবার ৪০০ কোটি টাকা চেয়ে মুকেশ আম্বানিকে ইমেল করল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এই নিয়ে গত চারদিনে তিনবার হুমকি ইমেল পেলেন ভারতের শিল্পপতি!
সূত্রের খবর, সোমবার রাতে মুকেশ আম্বানির কোম্পানি একটি ইমেল পেয়েছে। সেই ইমেলে লেখা, '৪০০ কোটি দিন, নয়তো আপনার মৃত্যু হবে!' ঠিক এমনই ভাষায় আগের দু'টি ইমেল এসেছিল। তবে প্রথম দু'টি ইমেলের সঙ্গে তৃতীয় ইমেলের ফারাক আছে। প্রথম দু'টি ইমেল পাঠানো হয়েছিল একই আইডি থেকে। তৃতীয় ইমেল আইডি ভিন্ন। ফলে তৃতীয় মেইলের কে পাঠিয়েছে সেটাই খুঁজছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল।
গত ২৭ অক্টোবর রিলায়েন্স কর্তা প্রথম হুমকি ইমেল পেয়েছিলেন তাতে লেখা ছিল, 'আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব।' বিষয়টি গামদেবী থানায় জানানো হয়। পুলিশ জানতে পারে সাদাব খান নামে এক ব্যক্তি এই ইমেল করেছেন।
অভিযুক্তকে নিজের হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুকেশ আম্বানিকে ইমেল করা হয়। ২০ কোটি নয়, দ্বিতীয় ইমেলে ২০০ কোটি টাকা দাবি করা হয়। প্রথম ইমেল প্রেরকের হদিশ পেয়েছে পুলিশ, কিন্তু দ্বিতীয়বার একই আইডি থেকে কে বা কারা ইমেল করল সেটা এখনও জানা যায়নি। তারমধ্যেই তৃতীয় হুমকি ইমেল চলে এল ভারতীয় ধনকুবেরের কাছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত বছরই মুকেশ ও তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেয় রাকেশ কুমার মিশ্র নামে এক ব্যক্তি। আম্বানির বাসভবন 'অ্যান্টিলিয়া' সহ এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বিস্ফোরণ করার হুমকি দিয়েছিল রাকেশ। এছাড়াও ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন মুকেশ।